ভারতের ওপেনিং অপরিবর্তিত থাকবে নিউজিল্যান্ড সিরিজে- ইরফান পাঠান ঈশান কিসান প্রসঙ্গে

১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত নিউজিল্যান্ড সিরিজ যেখানে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে ভারতের মাটিতে। এই নিউজিল্যান্ড সিরিজ রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটি অপরিবর্তিত থাকবে বলে মনে করছেন ইরফান পাঠান। তবে ঈশান কৃষাণ অবশ্যই খেলবে তবে ওপেনিং নয় বরং KL রাহুলের জায়গায়। কারণ কেএল রাহুল এই সিরিজ খেলবে না যা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল।

ম্যাচ চলাকালীন স্টার স্পোর্টস এর একটি অনুষ্ঠানের ইরফান পাঠান বলেন,
“ঈশান কিষান শীর্ষে খেলবেন না কারণ আপনি শীর্ষে রোহিত শর্মা এবং শুভমান গিলকে স্পর্শ করতে চান না। বিরাট কোহলি থাকবেন ৩ নম্বরে। তাহলে ৪ নম্বরে আমাদের জায়গা কোথায়? আমার মনে হয় সে হয়তো ৪ নম্বরে জায়গা পাবে, শ্রেয়াস আইয়ারকে হয়তো কিছুটা নিচে নামতে হবে।”

আরো পড়ুন- ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: ভারতীয় দল ঘোষণা হল

“আলোচনা হবে শুধুমাত্র 4 নং থেকে 5 নং এর মধ্যে। আমি ঈশান কিষানকে 4 নং এর নিচে ব্যাটিং করতে দেখছি না। ভারতীয় টিম তা করতে পারে, ফলে আপনি তাকে সর্বোচ্চ ব্যাট করতে দেখতে পারেন। 4 কিন্তু তার নিচে নয়।” ঈশান কিষান টপ অর্ডারে ব্যাট করতে পারেন কিন্তু অনেকের ধারণা বিরাট কোহলি চার নম্বরে নেমে তাকে তিন নম্বর পজিশন দেওয়া। তবে এটা ম্যাচ পরিস্থিতির উপর নির্ভর করবে।

মন্তব্য করুন