Maruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার

Maruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার

Maruti Suzuki EVX SUV: অটো এক্সপো ২০২৩ শীর্ষক ইভেন্টে মারুতি সুজুকি তাদের নতুন একটি কনসেপ্ট কার নিয়ে এসেছিল। এই কনসেপ্ট গাড়িটি একবার চার্জের রেঞ্জ ৫০০ কিলোমিটারের বেশি।

কিছুদিন আগেই নয়ডায় অনুষ্ঠিত হয় অটো এক্সপো ২০২৩ ইভেন্ট। এই ইভেন্টে উপস্থিত ছিল বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি গুলি। এখানেই মারুতি সুজুকি তাদের নতুন একটি কনসেপ্ট গাড়ি প্রদর্শন করে। এই SUV গাড়িটির নাম Maruti Suzuki EVX SUV। ইভেন্টে মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয় এই গাড়িটির রেঞ্জ একবার চার্জে ৫৫০ কিলোমিটার পর্যন্ত।

আরো পড়ুন -Auto Expo 2023: এবছরের সেরা লুকের চোঁখ ধাঁধানো গাড়িগুলি দেখুন একনজরে

মারুতি সুজুকির এই ইলেকট্রিক SUV গাড়িটির দৈর্ঘ্য ৪৩০০ মিলিমিটার, প্রস্থ ১৮০০ মিলিমিটার এবং লম্বায় ১৬০০ মিলিমিটার। ৬০ কিলোওয়াট ব্যাটারির সাথে এই গাড়িটি একবার চার্জে চলবে ৫৫০ কিলোমিটার। শুধু এই গাড়িটিই নয় মারুতি সুজুকি তরফ থেকে আরো বেশ কয়েকটি গাড়ি প্রদর্শিত হয়েছিল অটো এক্সপো ইভেন্টে, যার মধ্যে রয়েছে মারুতি সুজুকি ব্রেজার এস-সিএনজি, ওয়াগন আর ফ্লেক্স ইত্যাদি।

Previous articleহবু জামাইয়ের খেলাতে খুশি সুনীল শেট্টি, IND VS SL 2ND ODI
Next articleSamsung galaxy: স্যামসাং লঞ্চ করল দুর্দান্ত দুটি স্মার্ট ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply