Samsung galaxy: স্যামসাং লঞ্চ করল দুর্দান্ত দুটি স্মার্ট ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

Samsung galaxy: স্যামসাং লঞ্চ করল দুর্দান্ত দুটি স্মার্ট ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

Samsung galaxy: ভারতে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করলো স্যামসাং। স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোন দুটি 5G স্মার্টফোন হতে চলেছে।

ভারতের samsung galaxy তরফ থেকে নতুন দুটি ফাইভ-জি স্মার্টফোন লঞ্চ করা হলো। এই স্মার্টফোন দুটির নাম Samsung galaxy A14 5G এবং Samsung galaxy A23 5G। লঞ্চের শুরুর দিকে স্মার্টফোন দুটিতে থাকছে আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক অফার। চলুন স্মার্টফোন দুটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung galaxy A14 5G দাম ও স্পেসিফিকেশনস:

Samsung galaxy A14 স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে। এর বেস ভেরিয়েন্ট হবে ৪ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজে। এছাড়াও থাকছে ৬ জিবি ১২৮ জিবি স্টোরেজ ভার্সন, যার দাম ১৮,৯৯৯ এবং ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ ভার্সন যার দাম ২০৯৯৯। মোট তিনটি রঙে স্মার্টফোনটি লঞ্চ করা হবে যেগুলি হল ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক।

৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৯০Hz রিফ্রেশ রেট এর সাথে পাওয়া যাবে স্মার্টফোনটি। এছাড়াও থাকছে ৫০০০mAh ব্যাটারি, তিনটি রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে এবং বাকি দুটি থাকবে ডেপ্থ সেন্সিং এবং মাইক্রোসেন্সিং এর জন্য। এছাড়াও থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই স্মার্টফোনে সফটওয়্যার হিসেবে দেওয়া হয়েছে Exynos ১৩৩০ অক্টা-কোর প্রসেসর।

Samsung galaxy A23 5G দাম ও স্পেসিফিকেশনস:

Samsung galaxy A23 5G মডেলটিতে তিনটি রং দেওয়া হয়েছে, একটি সিলভার দ্বিতীয়টি লাইট ব্লু এবং তৃতীয়টি অরেঞ্জ। এই স্মার্টফোনে থাকবে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট যার মধ্যে বেস ভেরিয়েন্ট হবে ৬ জিবি ১২৮ জিবি স্টোরেজের, যার দাম ২২,৯৯৯ এবং দ্বিতীয়টি ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যার দাম ২৪,৯৯৯।

আরো পড়ুন -Samsung galaxy X Flip 3 5G: ফ্লিপকার্টের দুর্দান্ত অফার, ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড়

Samsung galaxy A23 5G স্মার্টফোনে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও থাকছে ৫০০০mAh ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। এছাড়া দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যেখানে প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের এছাড়াও থাকবে ডেপ্থ সেন্সিং, আল্ট্রা ওয়াইড এবং মাইক্রোসেন্সিং ক্যামেরা। স্মার্টফোনটিতে পাওয়া যাবে Exynos ১৩৩০ অক্টো-কোর প্রসেসর যা স্মার্টফোনটিকে দুর্দান্ত পারফরম্যান্স এবং মাল্টি টাস্কিং-এ সাহায্য করবে।

Previous articleMaruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার
Next articleAsus VivoBook 15: অ্যামাজনের দুর্দান্ত অফার, ল্যাপটপে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply