ব্রিসবেনে ভারতের জয়ের লক্ষ ৩২৮, ঐতিহাসিক জয়ের সামনে ভারত

ব্রিসবেনে সম্পন্ন হলো চতুর্থ দিন, ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচের পঞ্চম দিনে নির্ধারিত হবে সিরিজের ফলাফল। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টেস্ট ম্যাচে হয়তো অনেকেই ভেবেছিল খেলাটি ড্র হয়ে যাবে। কিন্তু চতুর্থ দিনে ভারতীয় বোলারদের গর্জনের ফলে ঐতিহাসিক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সম্পন্ন হয় ২৯৪ রানে। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন সিরাজ-৫ ও শার্দুল ঠাকুর-৪ এই দু-জনে ৯টি উইকেট সংগ্রহ করেন। স্টিভেন স্মিথ-৫৫ ও ডেভিড ওয়ার্নার-৪৮ ছাড়া অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান নজর কারতে পারেনি।

চতুর্থ দিনের শেষে ভারতের রান-৪-০*, ভারতের দুই ওপেনারই বর্তমানে ক্রিজে রয়েছেন। পঞ্চম দিনে ৩২৪ রানের লক্ষ্যমাত্রা রয়েছে ভারতের কাছে। বৃষ্টি যদি বাধা হয়ে না দাঁড়ায় তবে ভারত অবশ্যই জয়ের জন্য ঝাপাতে পারে বলে মনে করা হচ্ছে ক্রিকেটমহলে।

আরো পড়ুন- দুর্দান্ত ক্যাচ গ্রিনের, রইল ভিডিও। ঋষব পন্থের আউট

এর পূর্ববর্তী অস্ট্রেলিয়া সফর অর্থাৎ ২০১৭-১৮ তে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছিল। সেই স্মৃতিকে জাগরিত করে কাল ফের একবার মাঠে নামবে ভারত, ভারতের হাতে বর্তমানে ১০টি উইকেট রয়েছে। রোহিত শর্মা এবং অধিনায়ক অজিঙ্কা রাহানের উপর বড় দায়িত্ব থাকবে শেষ দিনে। ভারতীয় দর্শকরা অনেকেই ঋষভ পন্থ এর উপর ভরসা করে রয়েছে, কারণ ঋষভ পন্থ এমন একটি ব্যাটসম্যান যে ম্যাচের ফলাফল যেকোনো মুহূর্তে বদলে দিতে পারে। 

বর্তমানে ৪টি টেস্ট এর মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়া ১টি করে ম্যাচ জিতেছে ড্র হয়েছে একটি ম্যাচ। শেষ দিনে বৃষ্টি হলে সিরিজ ড্র হওয়ার সম্ভাবনা প্রবল।

মন্তব্য করুন