বন্ধ হয়ে যাচ্ছে Hike messaging app কিন্তু কেন?

Hike messaging একটি ভারতীয় অ্যাপ যেটি লঞ্চ হয়েছিল ১২ই ডিসেম্বর ২০১২ সালে। যেটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে hike কম্পানি খুব শিগগিরই গুগল ও অ্যাপেল প্লে-স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে নেওয়া হবে। 

hike মেসেঞ্জিং অ্যাপ

ভারতে ২০১২ সালে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দী রূপে  hike মেসেঞ্জিং কে লঞ্চ করা হয়। এই hike কোম্পানির আবিষ্কর্তা ছিলেন ‘কাভিন ভারতী মিত্তাল‘। যার বাবার নাম ‘সুনীল ভারতী মিত্তাল‘ যিনি আবার এয়ারটেল কোম্পানির সিইও। ২০১২ সালে hike একটি বার্তালাপের মাধ্যম রূপে বাজারে আসে কিন্তু hike কোম্পানির বিস্তার হতে কিছুটা সময় লাগে। ২০১৬ সালে hike অ্যাপটিতে প্রায় ১০০ মিলিয়ন একাউন্ট খোলা হয়। ভারতের ১০টি ভাষায় hike কে আপনি পরিচালনা করতে পারবেন। Hike সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল স্টিকার শেয়ারিং এর জন্য।

আসুন দেখেনিই Hike অ্যাপের কিছু কৃতিত্ব:-

১. Hike ভারতের প্রথম কম্পানি, যা ৩.৭ বছরে কোম্পানির মূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

২. এটি প্রথম অ্যাপ যেটিতে মোবাইলের মাধ্যমে টাকা আদান-প্রদান করা যেত।

৩. File sharing- আপনার আশেপাশে ১০০ মিটারের মধ্যে থাকা আপনার বন্ধুকে hike এর মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবেন।

৪. এই অ্যাপের মাধ্যমে আপনি রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি করতে পারবেন।

৫. হোয়াটসঅ্যাপ এর আগে hike ভিডিও কলিং পরিষেবা লঞ্চ করে।

আরো পড়ুন- জিও ফোনে কি পাবজি মোবাইল খেলা সম্ভব?

২০১৬ সালে যখন hike কোম্পানি রূপে নতুন উচ্চতা ছুঁয়েছে তখন একটি বিতর্ক হয়। যখন hike কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য ফেসবুক কে বেছে নেয়। কিন্তু ফেসবুক hike ওয়েবসাইটকে তাদের বিজ্ঞাপনে দেখাতে অনুভূতি দেয় না। ফেসবুক তাদের প্রাইভেসি পলিসি এর অজুহাত দেখিয়ে hike কে জানিয়ে দেয়। আসলে hike একটি মেসেঞ্জার অ্যাপ, আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ ফেসবুকেরই অংশ সুতরাং ফেসবুক কখনও চাইবেনা হোয়াটসঅ্যাপের কোনো প্রতিদ্বন্দ্বী বাজারে আসুক।

২০১৯ সালের পর hike এর ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে। বর্তমান যুগে বার্তালাপ, ভিডিও কল ও ভয়েস কল এর প্রধান জায়গা হোয়াটসঅ্যাপ। ভারতের বেশিরভাগ লোক সবসময় হোয়াটসঅ্যাপ কেই প্রথম পছন্দ রূপে বেছে নিয়েছে। ২০১৯ এবং ২০২০ সালে hike তাদের অ্যাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেও ভারতের জনগণের মন তারা জিততে পারেনি। এরপরই কোম্পানির সিইও কাভিন মিত্তাল hike এবং টুইটারে একটি বার্তা দেয় যেখানে বলা হয়েছে “Today we’re announcing that we will be sunsetting Sticker Chat in Jan’21. We thank you all for giving us your trust. We wouldn’t be here without you.”

আগামী ২১সে জানুয়ারির মধ্যেই hike বন্ধ হয়ে যাবে কিন্তু hike কোম্পানি কি আর থাকবে না? তাহলে এর উত্তর অবশ্যই না হবে। Hike তাদের প্রধান অ্যাপটিকে বন্ধ করে ‘vibe‘ by Hike এবং ‘Rush‘ by hike এই নতুন দুটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। কোম্পানি hike ব্যবহারকারীদের এই দুই নতুন অ্যাপে স্থানান্তর হওয়ার পরামর্শ দিয়েছে।

“বন্ধ হয়ে যাচ্ছে Hike messaging app কিন্তু কেন?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন