ISRO নিয়োগ 2023: ইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট, মোটা বেতন, আবেদন করুন

ISRO নিয়োগ 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিছু সাইন্টিস্ট ও ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে 24 মে 2023 তারিখের পূর্বে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, আবেদন মূল্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় বিশদে দেখে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারেন। সরাসরি আবেদনের লিংক ও অফিশিয়াল নোটিফিকেশন এই পোস্টের নিচে আপনারা পেয়ে যাবেন। মোট 65 টি পদে নিয়োগ করা হবে, 4 মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ধরনের আকর্ষণীয় চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করতে পারেন।

নিয়োগISRO
বিভাগসরকারি সংস্থা
পোস্টইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট
শূন্যপদ65
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ24-05-2023
ওয়েবসাইটisro.gov.in

ISRO নিয়োগ 2023: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু04-05-2023
আবেদন শেষ24-05-2023

ISRO নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
সিভিল39
ইলেকট্রিক্যাল17
আর্কিটেকচার01
এটোনমাস বডি সিভিল01
আর্কিটেকচার এটোনমাস বডি01
রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন09
মোট65

ISRO নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার- ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, বিটেক বা BE সম্পন্ন করতে হবে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল ইত্যাদি বিষয়ে।

(SC) সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার আর্কিটেকচার- আর্কিটেকচার নিয়ে ডিগ্রী সম্পন্ন থাকতে হবে।

ISRO নিয়োগ 2023: বয়স

28 বছরের মধ্যে বয়স হতে হবে এই নিয়োগে আবেদন করার জন্য।

ISRO নিয়োগ 2023: বেতন

বেতন- 56,100

ISRO নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

ISRO নিয়োগ 2023: আবেদন মূল্য

  • 250 টাকা আবেদন মূল্য দিতে হবে।
  • অনলাইনে আবেদন মূল্য দেওয়ার শেষ তারিখ 26-05-2023।

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এর জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটিএস হবে isro.gov.in।
  • এরপর হোম পেজ থেকে কেরিয়ার অপশনে যেতে হবে।
  • সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • এরপর সেখান থেকে অনলাইন এপ্লিকেশন অপশনে ক্লিক করবেন।
  • আপনি যদি প্রথমবার এই ওয়েব সাইটে যান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর ফর্ম টি সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এরপর আবেদন মূল্য প্রদান করবেন।
  • সবার শেষে ফর্মটি একবার রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • আপনি চাইলে ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে পারেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন