ভারত ইলেকট্রনিক্স নিয়োগ ৪৩ ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্ট, আবেদন করুন

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে। যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদনের লিংক আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন মূল্য, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় আপনারা এই নিবন্ধে পেয়ে যাবেন। এই ধরনের সরকারি সংস্থার চাকরির খবরাখবর পেতে আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করতে পারেন।

নিয়োগBEL
বিভাগসরকারি সংস্থা
পোস্টট্রেনি ইঞ্জিনিয়ার
শূন্যপদ48
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ20-05-2023
ওয়েবসাইটbel-india.in

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু03-05-2023
আবেদন শেষ20-05-2023

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
ট্রেনি ইঞ্জিনিয়ার (S&CS)18
ট্রেনি ইঞ্জিনিয়ার (R&FCS)25
মোট43

BEL নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে থাকতে হবে অর্থাৎ বিটেক, BE ইত্যাদি।
  • এর সঙ্গে ৬ মাসের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূল।

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: বয়স

  • এই নিয়োগে আবেদনকারীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
  • এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি 3 বছর তপশিলি জাতি-উপজাতি 5 বছর এবং PWD প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন।

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: বেতন

30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।

BEL নিয়োগ: নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: আবেদন মূল্য

জেনারেল177
ওবিসি177
ST, SC, PWDআবেদন মূল্য লাগবে না

Read More, HAL নিয়োগ ২০২৩: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট, দেখুন বিশদে

Read More, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ ২০২৩: ইঞ্জিনিয়ার পোস্ট, আবেদন করুন

কিভাবে আবেদন করতে হবে ?

  • অফলাইনে আবেদন করতে হবে এর জন্য, প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে bel-india.in।
  • Recruitment অপশনে যাবেন হোমপেজ থেকে।
  • এরপর সেখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনাকে খুঁজতে হবে (advertisement for the post of trainee engineer)।
  • এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন।
  • এপ্লিকেশন পিডিএফ এর মধ্যে কিভাবে আবেদন করতে হবে কি কি তথ্য ও নথিপত্র দিতে হবে সবকিছু লেখা থাকবে।
  • আবেদন মূল্য প্রদান করবেন।
  • পিডিএফ এর মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে যেটি আপনাকে প্রিন্ট করে সম্পূর্ণ করতে হবে।
  • এরপর পোষ্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
  • ঠিকানা-
  • Dy Manager (HR/NS)
  • Bharat electronics limited, Jalahalli Post, Bangalore 560 013.

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন