ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ ২০২৩: ইঞ্জিনিয়ার পোস্ট, আবেদন করুন

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে। টেকনিক্যাল ছাত্রছাত্রীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, কিভাবে আবেদন করতে হবে, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি দেখে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের শেষ তারিখ ১৮ মে ২০২৩, নিচের নিবন্ধটির সম্পূর্ণ পড়ে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন, অনলাইন আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

পোস্টটেকনিক্যাল
বিভাগসরকারি সংস্থা
শূন্যপদ৪২৮
সংস্থাভারত ইলেকট্রনিক্স
শেষ তারিখ১৮-০৫-২০২৩
স্থানব্যাঙ্গালোর
সাল২০২৩
ওয়েবসাইটbel-india.in

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ: তারিখ

আবেদন শুরু০৩-০৫-২০২৩
আবেদন শেষ১৮-০৫-২০২৩

ভারত ইলেকট্রনিক্স নিয়োগ: শূন্যপদের বিবরণ

ট্রেনি ইঞ্জিনিয়ার৩২৭
প্রজেক্ট ইঞ্জিনিয়ার১০১
মোট৪২৮

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড: শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী কে মাধ্যমিক, BE, বিটেক, বিএসসি ইত্যাদি ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে।
  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য ডিগ্রী সহ ইন্ডাস্ট্রিতে দু বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ: বয়স

ট্রেনি ইঞ্জিনিয়ার২৮ বছর
প্রজেক্ট ইঞ্জিনিয়ার৩২ বছর

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি ৩ বছর, তপশিলি জাতি-উপজাতি ৫ বছর, pwd আবেদনকারী ১০ বছরের ছাড় পাবেন।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ: বেতন

পোস্টবেতন
ট্রেনি ইঞ্জিনিয়ার৪০,০০০ থেকে ৫৫,০০০
প্রজেক্ট ইঞ্জিনিয়ার৩০,০০০ থেকে ৪০,০০০

ভারত ইলেকট্রনিক্স  নিয়োগ: আবেদন মূল্য

ট্রেনি ইঞ্জিনিয়ার- ১৭৭ টাকা
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৪৭২ টাকা

ভারত ইলেকট্রনিক্স  নিয়োগ: নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
  • যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

কিভাবে আবেদন করতে হবে ?

  • এই নিয়োগে আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে bel-india.in
  • এরপর হোম পেজ থেকে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে।
  • সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করতে হবে (advertisement for post of project engineer and trainee engineer)।
  • এরপর সেখান থেকে এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী পেজে ফর্মে আসা সমস্ত তথ্য সঠিকভাবে সম্পন্ন করবেন।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন মূল্য দিতে হবে অনলাইনে।
  • সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এপ্লিকেশনটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে পারেন।

নোটিফিকেশনCLICK HERE
অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন