শাড়িতে এবার জাহ্নবী কাপুর, দেখুন কেমন লাগছে অভিনেত্রীকে

শাড়িতে এবার জাহ্নবী কাপুর, দেখুন কেমন লাগছে অভিনেত্রীকে
Image credit- janhvi Kapoor Instagram

জাহ্নবী কাপুর: ভারতের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরের স্টাইলিস্ট তানিয়া ঘাভরি সম্প্রতি তার ইনস্টাগ্রাম জাহ্নবী কাপুরের কিছু ছবি পোস্ট করে যা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। জাহ্নবী কাপুরের লেটেস্ট লুক একটি অর্গানজা শাড়িতে পুরানো-বিশ্বের কবজ নিয়ে আসে যতটা সে ততটাই জমকালো।

জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম পোস্ট

জাহ্নবী কাপুরের ২০৩০ সালে আগত সিনেমাগুলির মধ্যে রয়েছে বাওয়াল যেখানে জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এছাড়া “মিস্টার এন্ড মিসেস মাহি” নামে এক সিনেমা প্রকাশিত হতে চলেছে যে সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুরের সাথে রাজকুমার রাও।
সম্প্রতি জাহ্নবী কাপুরের সিনেমা “মিলি” প্রকাশিত হয়েছে নেটফ্লিক্স-এ। এটি হিন্দি ভাষার সারভাইবেল থ্রিলার ফিল্ম যার পরিচালক মাথুকুট্টি জেভিয়ার। এই সিনেমাতে জাহ্নবী কাপুর ছাড়া সানি কুশল ও মনোজ পাওয়া রয়েছেন। সিনেমাটির হলেন তার বাবা বনি কাপুর ও ছবিটিতে মিউজিক দিয়েছেন এ এ আর রহমান।

আরো পড়ুন- আসতে চলেছে দেবের নতুন সিনেমা বাঘাযতীন, কে হচ্ছে নতুন নায়িকা?

Previous articleলালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি
Next article“ধোনির থেকে ব্যাটিং ও অধিনায়কত্ব শিখেছি”- মঈন আলী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply