আইপিএল শুরুর আগেই বিরাটকে খোঁচা বুমরার। দেখুন কি বললেন তিনি

জসপ্রীত বুমরার টুইট

আইপিএল ২০২২ খবর: আইপিএল শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি আর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে একে অপরকে স্লেজিং করা। বর্তমান ভারতের ১ নম্বর ফাস্ট বোলার জসপ্রিত বুমরা তার জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি কে একটি টুইটের মাধ্যমে খোঁচা দিলেন। মনে করিয়ে দিলেন আট বছর আগের সেই আউটের কথা।

আট বছর আগে যে ম্যাচটির কথা বুমরা বলতে চেয়েছেন সেটি হল জসপ্রিত বুমরার প্রথম আইপিএল ম্যাচ এবং কাকতালীয় ভাবে তিনি প্রথম যে উইকেটটি সংগ্রহ করেন সেটি ছিল বিরাট কোহলি। ২০১৪ সালের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ৩২ রান দিয়ে ৩ উইকেটে সংগ্রহ করেন বুমরা।

আরো পড়ুন- হোটেলের দরজা থেকে বেরিয়ে হঠাৎই ভাংরা নাচতে শুরু করে ভাজ্জি। দেখুন সেই ভিডিও

ওই ম্যাচে জাসপ্রিত বুমরা প্রথম উইকেট নেওয়ার দুটি ছবি প্রকাশ করে এবং টুইটারে বুমরা লেখে যে, “আট বছর পার করে ফেললেও মনে হচ্ছে গতকালের ঘটনা। আবারো একবার মাঠে নামবার জন্য মুখিয়ে আছি”।

জসপ্রীত বুমরার টুইট:

Twitter source- jasprit bumrah

সোশ্যাল মিডিয়ায় এই টুইট করে জসপ্রীত বুমরা পুনরায় স্মৃতিকে জাগিয়ে তুলল। ৮ বছর আগে ১৮ বছর বয়সি বুমরার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। দেশ তথা বিশ্বের ১ নম্বর বোলার হওয়ার সাথে, লাসিথ মালিঙ্গার পর এমন কোন বোলার এসেছে যে ইয়র্কার বোলিংয়ের সিদ্ধহস্ত। আইপিএলে এখনো পর্যন্ত ৯২ টি ম্যাচ খেলেছে জসপ্রীত বুমরা এবং তার উইকেট সংখ্যা ১০৯।

Previous articleCSK এর নতুন জার্সিতে আপত্তি ইংল্যান্ড স্পিনার মইন আলীর। কিন্তু কেনো
Next articleওয়াশিংটন সুন্দরের পোষা কুকুরের নাম কি জানেন, শুনলে অবাক হবেন, শুরু হয়েছে সমালোচনা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply