ভারতের তরুণ উদীয়মান অফস্পিনার ওয়াশিংটন সুন্দর এখন প্রায় ক্রমাগত ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য হয়ে উঠেছে। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে অভিষেক হয় তার। যদিও টি-টোয়েন্টি ও ওয়ানডে তে তিনি পূর্বে ভারতের হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়ার ৪ টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ভারতের অফস্পিনার রবি অশ্বিন চোট পাওয়ায়, সেই জায়গায় অভিষেক করানো হয় সুন্দর কে এবং তিনি ব্যাটে-বলে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।
কিন্তু সম্প্রতি তিনি একটি পোস্ট করে টুইটারে যা নিয়ে তাকে সমালোচনা করা হয় সোশ্যাল মিডিয়ায়। সুন্দর তার নতুন একটি কুকুরের ছবি প্রকাশ করে এবং তার কি নাম রেখেছে সেটাও লেখেন। টুইটারে তিনি লিখেছেন, “ভালোবাসার শব্দটিতে চারটি পা রয়েছে। পুরো পৃথিবী আলাপ করুন গাব্বার সাথে”। হ্যা অস্ট্রেলিয়ার ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামের নামেই ওয়াশিংটন সুন্দর তার পোষা কুকুরের নাম রেখেছে।
আসলে গাব্বায় ভারত সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিল। সেই টেস্ট ম্যাচ জিতে ভারত ঐতিহাসিক টেস্ট সিরিজ নিজেদের নামে করে। বিশেষত এই টেস্ট ম্যাচ কে স্মরণীয় করে রাখতেই এমন নামকরণ বলেই মনে করা হচ্ছে। টুইটারে ওয়াশিংটন সুন্দরের পোস্টটি প্রকাশ পেতেই কিছু নেটিজন সমালোচনায় সরব হয়, আবার কিছু লোক এই নামকরণ কে সমর্থন করেছেন। পোষ্টের কমেন্ট বক্স খুললে আপনি দেখতে পাবেন। একটি কুকুরের নাম অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়ামের নামে রাখায় অনেকেই এটি পছন্দ করছেন না।
Love is a four-legged word. World, meet Gabba! 🐾 pic.twitter.com/I1O76Jm63o
— Washington Sundar (@Sundarwashi5) April 3, 2021
Twitter source- Washington Sundar
আরো পড়ুন- 2011 বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই দুর্দান্ত 91 আজও মনে পড়ে। দেখুন সেই ভিডিও
বর্তমানে ওয়াশিংটন সুন্দর আইপিএল খেলার জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে চেন্নাইতে রয়েছে। চেন্নাই এবার RCB এর ঘরের মাঠ, ৯ এপ্রিল তারা আইপিএলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
[…] […]