Jio 5G: jio 5g পরিষেবা! রিচার্জ না করেই কিভাবে ব্যবহার করবেন জেনে নিন

Jio 5G: রিলায়েন্স জিও সম্প্রতি দেশের বিভিন্ন শহরে তাদের ফাইভ-জি পরিষেবা চালু করেছে। এখনো পর্যন্ত দেশের ৭৮টি শহরে ৫জি পরিষেবা চালু করা হয়েছে। এই শহর গুলিতে jio 5g কিভাবে ব্যবহার করা যাবে জানেন? কোনরকম রিচার্জ ছাড়াই কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যায়।

২০২৩ সালের শুরুতেই ভারতের অন্যতম টেলিকম সংস্থা জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুখবর। জিও দেশের বিভিন্ন শহরে তাদের ৫জি পরিষেবা চালু করেছে ইতিমধ্যে। অন্যদিকে রিচার্জ প্লানের খরচ বেড়েই চলেছে দিনের পর দিন। আবার এই দিকে ফাইভ-জি নেটওয়ার্ক চলে এসেছে আমাদের দেশে। গত বছরের শেষে দেশের অন্যতম দুটি টেলিকম jio ও Airtel সংস্থা 5G চালু করেছে। ইতিমধ্যে ফাইভ জি পরিষেবা রোল-আউট হওয়া শুরু হয়ে গিয়েছে। রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে দেশের আরও একটি রাজ্য অর্থাৎ রাজস্থানে জয়পুর, যোধপুর এবং উদয়পুরে তাদের জিও ফাইভ জি নেটওয়ার্ক দেয়া শুরু হতে চলেছে শীঘ্রই।

দেশের যে সমস্ত শহরগুলিতে জিও এর পরিষেবা চালু হয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, বেনারস, তামিলনাড়ু, বিশাখাপত্তনম ইত্যাদি উল্লেখযোগ্য শহর গুলি। ২০২২ সালে ৪ঠা অক্টোবর থেকে ৫জি পরিষেবা রোলা আউট হওয়া শুরু হয়েছিল। রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে জিওর ৫জি পরিষেবা ব্যবহার করা খুবই সহজ। তার জন্য আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না। আপনার ফোনে থাকা ফোর-জি প্ল্যান এর সাথেই আপনি আপনার জিও ফাইভ জি পরিষেবা উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র ৫জি নেটওয়ার্কটি একটিভ করতে হবে।

আরো পড়ুন -Jio 5G: কলকাতার পার্শ্ববর্তী শহরেও শুরু হতে চলেছে Jio 5G, কোন শহর জানেন?

Reliance Jio-এর তরফ থেকে জানানো হয়েছে jio এর 5g পরিষেবা অর্থাৎ হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোনটিকে হতে হবে ফাইভ-জি স্মার্টফোন। আপনার স্মার্টফোনে মাই জিও অ্যাপ ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপটির মাধ্যমে আপনাকে রেজিস্টার করতে হবে জিও 5G-তে। আপনার জিও নাম্বারটি সেখানে ইনপুট করার পর একটি ওটিপি আসবে যার সাহায্যে আপনি আপনার জিও একাউন্টটি খুলতে পারবেন। মাই জিও অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার জিও ৫জি পরিষেবা চালু করলেই ব্যবহার করতে পারবেন হাই স্পিড ইন্টারনেট। তার জন্য আপনাকে আলাদাভাবে জিও ৫জি রিচার্জ করার প্রয়োজন হবে না।

“Jio 5G: jio 5g পরিষেবা! রিচার্জ না করেই কিভাবে ব্যবহার করবেন জেনে নিন”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন