Khela hobe song writer|Khela hobe song singer name: নেটদুনিয়ায় বর্তমানে নানা রকম নাচ, গান, ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। ২০২১ সালের এমনি একটি ভাইরাল গান হল ‘খেলা হবে‘। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক গান হিসাবে গানটি লেখা হয়েছিল। এই গানটি নির্বাচনের পূর্বে যতটা জনপ্রিয় হয়েছিল নির্বাচনের পরও তার জনপ্রিয়তা কমেনি।
Khela hobe song writer
পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এর অন্যতম জনপ্রিয় যুব সদস্য দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) এই গানটি লিখেছিলেন মূলত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচারে লক্ষ্যে তিনি এই গানটি লেখেন। রাজনৈতিক প্রচার এর সময় দেবাংশু ভট্টাচার্য রাজনৈতিক প্রচারমূলক ছড়া বানিয়ে মঞ্চে প্রচার শুরু করেন। পরবর্তীতে তাঁর লেখা এবং বলা ছড়াটি আধুনিক মিউজিকের সাথে গান রূপ পায়।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ে রাজনৈতিক বক্তব্য প্রচারের লক্ষ্যে গানটি প্রকাশ পায়। আর সারা পশ্চিমবঙ্গেই জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি। গানটি তৃণমূল কংগ্রেসের গান হিসাবে প্রকাশ পেয়েছে। তবে শুধুমাত্র গানটি তৃণমূল সমর্থকদের আকর্ষণ করেছে তাই নয় গানটি রাজনীতি বিমুখ অল্প বয়সি ছেলে মেয়েদেরও দৃষ্টি আকর্ষণ করেছে।
ইউটিউবে এই খেলা হবে গানটি ডিজে রিমিক্স গান হিসাবে প্রকাশ পেয়েছে। ডিজে রিমিক্স গান হিসাবে অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছে খেলা হবে গানটি। বর্তমানে গানটি ইউটিউবে 2.6 কোটি বার দেখা হয়েছে। রাজনৈতিক প্রচার এর লক্ষ্যে লেখা এই গানটি সমাজের সকল স্তরের মানুষের কাছে প্রিয় না হলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে তা বলাই যায়।
আরো পড়ুন- Komola song lyrics in bengali – Ankita Bhattacharya
আরো পড়ুন- Tumpa sona song writer|Tumpa sona song singer name
খেলা হবে গানটির লেখক কে, খেলা হবে গানটির গায়ক কে
- খেলা হবে গানটির লেখক- দেবাংশু ভট্টাচার্য
- খেলা হবে গানটির গায়ক- দেবাংশু ভট্টাচার্য
- রাজনৈতিক দল- তৃণমূল কংগ্রেস
খেলা হবে গানের লিরিক্স

Khela hobe song lyrics in bengali
বাইরে থেকে বর্গী আসে
নিয়ম করে প্রতি মাসে
আমিও আছি, তুমিও রবে
বন্ধু এবার খেলা হবে
খেলা খেলা খেলা হবে
তৃণমূলের ভাঙিয়ে নেতা
নয়কো সহজ ভোটে জেতা
দিদির ছবি সরবে যবে
বন্ধু সেদিন খেলা হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে…খেলা হবে
কন্যাশ্রী বোনটা আমার
হচ্ছে যখন ইঞ্জিনিয়ার
যুদ্ধ সে বোন জিতেই লবে
বন্ধু এবার খেলা হবে
খেলা খেলা খেলা হবে
বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী
ফুলিয়ে বলে বুকের ছাতি
অপারেশন ফ্রিতেই হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে…খেলা হবে
কব্জি যদি শক্তিশালী
মাঠে আছে লড়নে ওয়ালি
বন্ধু বলো আসছো কবে
খেলা খেলা খেলা হবে
আমার মাটি সইবে না
ইউপি, বিহার হইবে না
বাংলা আমার বাংলা রবে
ভীষণ রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে….. খেলা হবে
হাথরাসেতে বোনকে জ্বালাও
মোদী বলেন থালা বাজাও
এই মাটিতেও বাজনা হবে
নতুন রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
পেঁয়াজ, আলু, গ্যাসের দামে
দেশকে ভাঙো রামের নামে
রামের দেবী দুর্গা তবে
বন্ধু জেনো, খেলা হবে
খেলা হবে…খেলা হবে
আঠারোটা এমপি নিয়ে
বাংলাকে মোর ভুললে গিয়ে
রিটার্ন তুমি আসবে কে?
বন্ধু সেদিন খেলা হবে
খেলা খেলা খেলা হবে
মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
দিলীপ কি ফের কাঁদবে তবে?
খেলা হবে…খেলা হবে
বন্ধু সেদিন খেলা হবে
খেলা হবে…খেলা হবে
সবুজ আবির খেলা হবে
খেলা খেলা খেলা হবে
বন্ধু এসো খেলা হবে
খেলা খেলা খেলা হবে
মাঠেই আছি, খেলা হবে
খেলা খেলা খেলা হবে
ভীষণ রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
সবুজ আবির খেলা হবে
বাংলাতে ভাই, দিদিই রবে
খেলা খেলা খেলা হবে
Khela hobe song writer|Khela hobe song singer name
কে এই দেবাংশু ভট্টাচার্য?
দেবাংশু ভট্টাচার্য্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র। তার জন্ম হয়েছে ১৯৯৬ সালের ১ লা এপ্রিল, জন্মস্থান বালি। স্নাতক দেবাংশু ভট্টাচার্য্য বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন। দেবাংশু সাধারণ পরিবারের ছেলে এবং তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর সমর্থক রয়েছে। সাধারণ পরিবার থেকে উঠে এসে অসাধারণ বক্তৃতার জন্য রাজনীতিতে নিজের জায়গা বানিয়ে নিয়েছে দেবাংশু।
[…] আরও পড়ুন – Khela hobe song writer|Khela hobe song singer name […]