‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’ চিটার মুক্ত করতে নতুন পদক্ষেপ Krafton-এর

গত কয়েক মাসের মধ্যেই ভারতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যে মোবাইল গেমটি সেটি হল ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। পাবজি মোবাইলের ভারতীয় ভার্সনটি বর্তমানে ছোট থেকে বড় সকলের মন জয় করে নিয়েছে। তবে বর্তমানে গেমটিতে চিটারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অনেক গেমাররা ক্ষোভ উগরে দিচ্ছে গেমটির উপর। তবে এই অভিযোগ আজকের নয়। বহুদিন থেকেই এই ধরনের অভিযোগ বারবার সামনে আসতে দেখা গিয়েছে।

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি সম্পূর্ণ চিটার মুক্ত করার জন্য বহুবার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে গেমিং কর্তৃপক্ষগুলি। তবে সুরাহা হয়নি। আর সেই কথা মাথায় রেখেই কোরিয়ান গেম নির্মাণ সংস্থা ক্রাফটন নতুন ভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। ক্রাফটন চিটার দের আটকানোর জন্য কয়েকটি প্রধান নিয়মের কথা জানিয়েছে। এই নিয়ম গুলি কোনোটা যদি আপনি অমান্য করে থাকেন তাহলে স্থায়ীভাবে ব্যান হতে পারে আপনার ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের অ্যাকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক ক্রাফটন দ্বারা প্রকাশিত নতুন নিয়ম গুলি সম্পর্কে।

  • ক্লায়েন্ট ফাইলের ডেটা পরিবর্তনের ফলে গেমটিতে লগইন করার জন্য কোন থার্ডপার্টি সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করা যাবে না।
  • গেমটি খেলার জন্যে কোনো বেসরকারি গেম ক্লায়েন্ট ব্যবহার করা যাবে না।
  • গেমের ডেটা ফাইলে কোন রকম পরিবর্তন করলে ব্যান হতে পারে আপনার অ্যাকাউন্টটি, যেমন গেমের ভেতরে থাকা ঘাস বা কোনো প্রকার গ্রাফিক্স কনফিগ পরিবর্তন।
  • কোনরকম প্রতারক সরঞ্জাম ব্যবহার করা যাবে না।
  • ইন গেম কারেন্সি প্রোফাইলে এড করার সময় অনুমোদিত পেমেন্ট চ্যানেল ব্যবহার করতে হবে।
  • গেমটি খেলার সময় অন্য কোন খেলোয়াড়ের সাথে টিমআপ করা যাবে না।
  • কোনরকম অবৈধ তথ্য বা ওয়েবসাইট গেমটির ভিতরে প্রচার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেক্ষেত্রে ফাইন অথবা সম্পূর্ণ নিষিদ্ধ হতে পারে অ্যাকাউন্টটি।

আরো পড়ুন-ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে চিটারদের আটকাতে কড়া পদক্ষেপ নিল ক্রফটন

উপরিউক্ত নিয়ম গুলি মেনে না চললে ক্রাফটন কর্তৃপক্ষের তরফ থেকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলির সম্পূর্ণভাবে ব্যান করা হবে। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে প্রতিনিয়ত বেড়ে চলা চিটার দের সংখ্যা কমিয়ে আনতে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ক্রাফটন কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত কয়েক লক্ষ অ্যাকাউন্টও সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ক্রাফটন দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে তারা জানান – “We have collected and investigated cases through our security system and community monitoring, and permanently banned 136,955 accounts from September 17 ~ September 23.”।

“‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’ চিটার মুক্ত করতে নতুন পদক্ষেপ Krafton-এর”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন