নাসার সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট! পৃথিবীকে প্রদক্ষিণ করবে মাত্র ৯৯ মিনিটে

নাসার সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট! পৃথিবীকে প্রদক্ষিণ করবে মাত্র ৯৯ মিনিটে

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) লঞ্চ করতে চলেছে তাদের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী স্যাটেলাইট। যে স্যাটেলাইটের নাম রাখা হয়েছে লান্ডস্যাট-৯। নাসার তরফ থেকে জানানো হয়েছে তাদের সবচেয়ে উন্নতমানের এই স্যাটেলাইটটি পৃথিবীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে সক্ষম। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা ২০ মিনিটে ভানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে লান্ডস্যাট-৯ উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইট উৎক্ষেপণে নাসা ব্যবহার করবে ইউনাইটেড লাঞ্চ এলিয়েন্স রকেটের।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র একটি বিবৃতিতে জানিয়েছে তাদের নতুন স্যাটেলাইট লান্ডস্যাট-৯ পৃথিবীর অরবিটে পৌঁছানোর পর লান্ডস্যাট-৮ এর সঙ্গে মিলিত হবে। এরপর একত্রে দুটি স্যাটেলাইট পৃথিবীকে পর্যবেক্ষণ করবে। মহাকাশ থেকে পৃথিবীর দিকে তীক্ষ্ণ নজর রাখবে স্যাটেলাইট দুটি এবং প্রতি ৮ দিন অন্তর পৃথিবীর ছবি পাঠাবে নাসাকে। স্যাটেলাইটটিকে পৃথিবীর অর্বিটে পাঠানো হবে পরিবেশের খেয়াল রাখার জন্য এবং মনুষ্য জাতির জন্য প্রয়োজনীয় সম্পদ খুঁজে বার করার জন্য। স্যাটেলাইটটি এতটাই শক্তিশালী যে প্রতি ৯৯ মিনিট অন্তর একবার করে পৃথিবীর চারপাশে ঘুরে আসতে সক্ষম এছাড়া ১৪টি অরবিটে সম্পূর্ণভাবে ভ্রমণ করতে সক্ষম এটি।

স্যাটেলাইট থেকে সংগৃহীত পৃথিবীর সমস্ত ধরনের তথ্যই আগামী ৫০ বছরের জন্যে বিনামূল্যে সর্বসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে উপলব্ধ থাকবে। স্যাটেলাইট এর সমস্ত বিস্তৃত ডেটা সর্বসাধারণ দেখতে পারবেন আগামী ৫০ বছরের জন্য তাও একেবারে বিনামূল্যে। এছাড়াও নাসা দাবি করেছে এই স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য গুলি পৃথিবীর ল্যান্ডস্কেপের লঙ্গেস্ট রেকর্ড ডেটা হতে চলেছে আগামী দিনে।

আরো পড়ুন-ধ্বংসের মুখে পৃথিবী? ধেয়ে আসছে বিশাল এক মহাজাগতিক বস্তু

লান্ডস্যাট-৯ একটি অ্যাডভান্স স্যাটেলাইট যেটি লান্ডস্যাট সিরিজের নবমতম স্যাটেলাইট। পৃথিবীর অরবিটে ভ্রমণ করে প্রকৃতিক সম্পদ ও অন্যান্য তথ্য গুলি সম্পর্কে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা এর মূল উদ্দেশ্য। স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং পরিচালনা করার দায়িত্বে রয়েছে নাসার GODDARD স্পেস ফ্লাইট সেন্টার। এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নাসা এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে একত্রিত হয়ে অভিযান চালাচ্ছে। লান্ডস্যাট সিরিজের প্রথম স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল ১৯৭২ সালে। সেই সময় এই স্যাটেলাইটের নাম ছিল আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট, যে স্যাটেলাইট এখনো পর্যন্ত পৃথিবীর আট মিলিয়নেরও বেশি ছবি তুলেছে।

Previous article‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’ চিটার মুক্ত করতে নতুন পদক্ষেপ Krafton-এর
Next articleFlipkart Big Billion Days 2021: সেলের দিন বদল! জানুন বিশেষ অফার ও দিনক্ষণ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply