গুগোলে কোটি টাকার চাকরি পেল কৃষ্ণনগরের ছেলে

গুগোলে কোটি টাকার চাকরি পেল কৃষ্ণনগরের ছেলে

পশ্চিমবঙ্গ: আরো একবার ভারত তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করল নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের বাসিন্দা দেবর্ষি মৈত্র। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া দেবর্ষি মৈত্র। যদিও এখনো শেষ সেমিস্টারের পরীক্ষা বাকি আছে। কিন্তু এরই মধ্যে কলেজ প্লেসমেন্টের মাধ্যমে গুগোলে মোটা অংকের চাকরি পেল দেবর্ষি।

ভারতে কলকাতার জাদবপুর কলেজ বরাবরই জব প্লেসমেন্টের দিক দিয়ে এগিয়ে থাকে বিশেষ করে আন্তর্জাতিক বড় বড় কোম্পানির চাকরির ক্ষেত্রে। এ বছরে মোট 9 জন পড়ুয়া আন্তর্জাতিক মঞ্চে মোটা অংকের বেতনে চাকরি পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি অংকের সেলারি পেয়েছেন দেবর্ষি মৈত্র গুগোলে 1.4 কোটি।

আরো পড়ুন- মানুষের হাত থেকে গ্লাসে জল খাচ্ছে কিং কোবরা, দেখুন হাড়হিম সেই ভিডিও

যাদবপুর কলেজের দেবর্ষি মৈত্র বিভাগ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ছাড়াও খুশ মিশ্র বিভাগ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সত্যম কুমার ও সুভাষ কুমার মন্ডল বিভাগ কম্পিউটার সাইন্স, ঋত্বিক রাজ ও রুপায়ন ঘোষ বিভাগ ইনফরমেশন টেকনোলজি। চিরাদীপ দে , সাত্বিক দাস সৈকত চক্রবর্তী বিভাগ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

এদের মধ্যে সবচেয়ে বেশি অঙ্কের বেতন পাচ্ছেন দেবর্ষি মৈত্র যিনি সেপ্টেম্বর মাসে জয়েন করবেন লন্ডনে। চিরদীপ দে আমাজন থেকে চাকরির অফার পেয়েছেন 1.1 কোটি টাকার। অ্যাপেলে চাকরি পেয়েছেন হায়দ্রাবাদ সেক্টরে, বেতন 65 লক্ষ টাকা।

Previous articleMoon Map: চাঁদের সবচেয়ে বিস্তারিত মানচিত্র প্রকাশ করে তাক লাগাল চিন, দেখুন সেই ছবি
Next articleডাইনোসরের ডিম: মধ্যপ্রদেশে খোঁজ মিলল অতিপ্রচিন ডাইনোসরের ডিমের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply