Moon Map: চাঁদের সবচেয়ে বিস্তারিত মানচিত্র প্রকাশ করে তাক লাগাল চিন, দেখুন সেই ছবি

Moon Map: পৃথিবীর ইতিহাসে এই প্রথম চাঁদের সবচেয়ে বিস্তারিত মানচিত্র প্রকাশ পেয়েছে, আর সেই মানচিত্র তৈরিতে প্রধান ভূমিকা ছিল চিনের।

সম্প্রতি পৃথিবীর উপগ্রহ চাঁদ এর একটি নতুন ভূতাত্ত্বিক মানচিত্র প্রকাশ পেয়েছে চিনের তরফ থেকে। চিন দাবি করেছে এটি এখনো পর্যন্ত চাঁদের সবচেয়ে বিস্তারিত মানচিত্র, তারা আশা করেন তাদের নতুন এই আবিষ্কার ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানের অনেক বড় অবদান রাখতে চলেছে। চাঁদের বিস্তারিত মানচিত্রটি প্রকাশের পিছনে রয়েছে চায়না ইউনিভার্সিটি অফ জিওসাইন্স, চাইনিজ অ্যাকাডেমি অফ জিওলজিক্যাল সাইন্স এন্ড শান্ডং ইউনিভার্সিটি এছাড়াও চাইনিজ অ্যাক্যাডেমি অফ সাইন্স-এর জিওকেমিস্ট্রি ইনস্টিটিউট এর মত সংস্থাগুলি। প্রসঙ্গত উল্লেখ্য গত ২০২০ সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অ্যাস্ট্রোজিওলজি সায়েন্স সেন্টার (ইউএসজিএস) চাঁদের মানচিত্রের ১:৫,০০০,০০০ স্কেলে প্রকাশ করেছিল।

আরো পড়ুন-Nasa Hubble space telescope: সূর্যের আকারের ৩২ গুন বড় এক বিশাল নক্ষত্রের সন্ধান পেল নাসার টেলিস্কোপ

সম্প্রতি চিন চাঁদের যে মানচিত্র প্রকাশ করেছেন তার সাহায্যে ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা ও অনুসন্ধান এর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চলেছে। মানচিত্রটি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। সম্প্রতি প্রকাশিত চাঁদের নতুন ভূতাত্ত্বিক মানচিত্রটি প্রকাশ করা হয়েছে ১:২,৫০০,০০০ স্কেলে। যে কারণে চিন দাবি করেছে এই মানচিত্রটি এখনো পর্যন্ত চাঁদের সবচেয়ে বিস্তারিত মানচিত্র। এখানেই শেষ নয় নতুন এই মানচিত্রটি চাঁদের ভূতত্ত্ব ও তার বিবর্তন সম্পর্কে বিভিন্ন নতুন নতুন তথ্য প্রদান করছে, এছাড়াও এই মানচিত্রে রয়েছে ২,৩৪১টি ইমপ্যাক্ট ক্রেটার, ৮১টি ইমপ্যাক্ট বেসিন, ১৭ ধরনের পাথর এবং ১৪টি বিভিন্ন ধরনের কাঠামো। মানচিত্রটি প্রকাশ পেয়েছে গত ৩০শে মে সাইন্স বুলেটিন দ্বারা।

মন্তব্য করুন