হোয়াটসঅ্যাপ multi-device ফিচার, নয়া ফিচার সম্পর্কে জানুন বিস্তারিত

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুক অধিগৃহিত এই অ্যাপ্লিকেশনটি প্রতি মুহূর্তেই নতুন নতুন আপডেট নিয়ে আসে তার ইউজারদের জন্য এবং প্রতিটি আপডেটে থাকে কার্যকারী ফিচারস। হোয়াটসঅ্যাপ তোদের ইউজারদের কথা মাথায় রেখেই নতুন নতুন ফিচারগুলো যুক্ত করছে। ঠিক তেমনই আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাদের নতুন ফিচারের নাম multi-device support ফিচার। বর্তমানে বিটা টেস্টিং-এর পর্যায়ে রয়েছে এটি। এই ফিচার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকগুলি ডিভাইসে ব্যাবহারে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপ এর আপডেট ডেভলপার WABetainfo এর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে বর্তমানে এই ফিচারের উপরেই কাজ করছেন তাঁরা। এই ফিচারের সাহায্যে যে কোন ডিভাইস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে পারবেন ইউজাররা। বিটা টেস্টিং সম্পন্ন হলে এটি হোয়াটসঅ্যাপে অফিশিয়ালি লঞ্চ করবেন তারা। চলুন জেনে নেওয়া যাক নতুন এই আপডেটটি কিভাবে কাজ করবে। WaBetainfo এর তরফ থেকে জানানো হয়েছে যে মেইন ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন সেই ডিভাইসে থাকা মেসেজ, ছবি এবং ভিডিওগুলি সিঙ্ক হবে অন্য ডিভাইসে। ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর ক্ষেত্রে যখনই ওয়েবসাইট ব্যবহার করা হবে তখন আলাদা ভাবে লগইন এর প্রয়োজন হবে না। স্বয়ংক্রিয়ভাবেই ডিভাইস থেকে মেসেজগুলি সিঙ্ক হয়ে যাবে অন্য ডিভাইসে।

আরো পড়ুন-ইন্টারনেট ব্ল্যাকআউট ডে! কোন কোন ডিভাইসে বন্ধ হবে ইন্টারনেট পরিষেবা

অপরদিকে মেসেঞ্জারে আরো একটি ফিচার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে ফিচারটি হল হোয়াটস্যাপ মেসেঞ্জার রুম। অন্যদিকে নতুন এই ফিচারটি আইওএস এবং হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সনের ইউজারদের জন্য চালু করা হয়েছে। মহামারী পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাস এর কথা মাথায় রেখেই ফিচারটি যুক্ত করার কথা জানিয়েছেন তারা। সব মিলিয়ে নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেকটাই সাহায্য করবে বিভিন্ন ডিভাইস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে এবং সময় বাঁচাতে।

“হোয়াটসঅ্যাপ multi-device ফিচার, নয়া ফিচার সম্পর্কে জানুন বিস্তারিত”-এ 1-টি মন্তব্য

Leave a Reply