চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শোকের ছায়া সাহিত্য জগতে

বর্তমানে করোনা ভাইরাস এর দাপটে কাঁপছে সারা বিশ্ব। করোনা ভাইরাসের আক্রমণে প্রয়াত হয়েছেন প্রচুর। এবার করুনার থাবায় নক্ষত্র পতন হলো সাহিত্য জগতে। প্রয়াত হলেন বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গত রবিবার তিনি রাত্রি সাড়ে ১১ তাই শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা সাহিত্য জগৎ।

১৯৩৬ সালের জুন মাসে জন্ম হয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর। আকাশবাণী কলকাতার উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন তিনি। পেশায় ছিলেন তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি পাঠকদেরকে দিয়ে গেছেন প্রচুর উপন্যাস। তার জনপ্রিয় লেখা গুলি হল – বাতিঘর, রাজা যায়, নগ্ন নির্জন, মাধুকরী, কোজাগর ইত্যাদি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ হল জঙ্গলমহল

আরও পড়ুন – টোকিও প্যারা অলিম্পিকে ভারতের ঘরে সোনা আনলেন অবনী লেখারা

বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ। গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হন তিনি। তবে প্রায় মাসখানেক হাসপাতালের বিছানায় লড়াই করে বাড়ি ফিরে আসেন। এরপর তিনি ফের অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি দেখে কয়েকদিন আগে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার জন্য চার জন চিকিৎসকের মেডিকেল টিমও গঠন করা হয়। গত রবিবার রাত সাড়ে এগারোটায় জীবনযুদ্ধে হেরে যান সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা সাহিত্য জগতে।

মন্তব্য করুন