Maruti Suzuki: ৫টি দুর্দান্ত CNG গাড়ি, ৬ লাখের নিচে

Maruti suzuki: ভারতে ফোর হুইলার এর বাজারে দীর্ঘ কয়েক দশম ধরে রাজত্ব করে আসছে maruti suzuki এর ছোট গাড়িগুলি। মারুতি সুজুকির জনপ্রিয় সিএনজি (CNG) গাড়ি গুলি আপনি কিনে ফেলতে পারবেন মাত্র ৬ লাখ টাকার নিচেই।

বিগত কয়েক দশক ধরে ভারতীয় বাজারে মারুতি সুজুকির ছোট সিএনজি গাড়ি গুলির মত পকেট ফ্রেন্ডলি গাড়ি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদি আপনি ২০২৩ সালে নতুন গাড়ি কিনতে চান এবং আপনার বাজেট যদি মাত্র ৬ লাখ টাকার নিচে হয়ে থাকে তবে আপনার চিন্তার কোন কারণই নেই। ভারতীয় বাজারে এমন অনেক গাড়ি আছে যেগুলি দুর্দান্ত মানের এবং উচ্চ মাইলের যুক্ত।

মারুতি সুজুকির জনপ্রিয় সিএনজি গাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি ভারতীয় বাজার দখল করে রেখেছে অনেক দিন ধরেই। চলুন দেখে নেওয়া যাক গাড়ি গুলি কি কি এবং তাদের মাইলেজই বা কত।

Maruti Suzuki alto 800: maruti suzuki alto 800 বর্তমানে দেশের সবচেয়ে সস্তা গাড়ি সিএনজি গাড়িগুলির মধ্যে একটি। এর দাম মাত্র ৪ লক্ষ ৮৯ হাজার টাকা (এক্স শোরুম)। এই গাড়িতে মাইলেজ পাবেন দুর্দান্ত, আপনি ৩১.৫৯ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন।

Maruti Suzuki S-Presso: 1.0L NA পেট্রোল ইঞ্জিন সহ ৩১.২ কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িতে। গাড়ির দাম শুরু ৫ লক্ষ ২৪ হাজার টাকা মাত্র।

Maruti Suzuki Celerio: মাত্র ৫ লক্ষ ৭২ হাজার টাকা থেকে শুরু এই গাড়িটি গত বছর লঞ্চ হয়েছে ভারতে, এই গাড়িটির মাইলেজ ৩৫.৬০ কিলোমিটার পার লিটার।

Maruti Suzuki Alto K10: আরো একটি গাড়ি বর্তমানে ভারতের দ্বিতীয় সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি বলে অনেকে মনে করেন। গত বছর লঞ্চ হওয়া এই গাড়িটি এক লিটার তেলে ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ দেয়। এই গাড়িটির দাম আপনার সাধ্যের মধ্যে মাত্র ৫ লক্ষ ৯৫ হাজার টাকা থেকে শুরু।

আরো পড়ুন -পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গাড়ি। গাড়িতে সুমিংপুল, হেলিপ্যাড ও গলফ কোর্স মাঠ! দেখুন সেই গাড়ি

Maruti Suzuki Wagon R: ৩২.৫২ কিলোমিটার মাইলেজ সহ এই সিএনজি গাড়িটি ভারতীয়দের সবচেয়ে বেশি বিকৃত সিএনজি গাড়ি। এই গাড়িটির মূল্য ৬ লক্ষ ১৩ হাজার টাকা থেকে শুরু।

মন্তব্য করুন