“জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দেওয়া হবে না” পিটিশনে সই করলেন ৭৫ হাজারেরও বেশি মানুষ

আগামী জুলাই মাসের ২০ তারিখে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এবং প্রাক্তন অ্যামাজনের সিইও জেফ বেজোস তার ভাই মার্ক বেজোসকে সঙ্গে নিয়ে ঘুরতে যাচ্ছেন মহাকাশে। আর তা নিয়ে নেট মধ্যমগুলিতে চলছে বিতর্ক। জেফ বেজোস কে পৃথিবীতে না ফেরানোর দাবিতে স্বাক্ষর করলেন ৭৫ হাজারের বেশি মানুষ।

কিন্তু হঠাৎ করে এমন পিটিশন শুরু হওয়ার কারণ কি, এবং কেনইবা এত মানুষ তাতে সই করছেন। প্রথমদিকে ব্যাপারটি কিছুটা মজার আমেজে নিয়েছিল সকলেই। তবে সংখ্যাটা দিনে দিনে বেড়েই চলেছে। যে কারণে এ ঘটনা বর্তমানে নিছক মজা নেই। বিষয়টি শুরু হয় ঠিক এরকম ভাবে, অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস এই মাসের শুরুতেই জানিয়েছিলেন তিনি মহাকাশে যাচ্ছেন তার ভাইয়ের সঙ্গে। মহাকাশে পাড়ি দেওয়ার জন্য ব্যবহার করা হবে তার নিজেরই প্রতিষ্ঠিত কোম্পানি ব্লু অরিজিন এর রকেট। আর এই বিষয়ে তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টএ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বলেন, মহাকাশ যাত্রায় তিনি একা যাচ্ছেন না, সাথে থাকছেন তার ভাই মার্ক বেজোস। আর তারপর থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম আর সেই মিম কে ছাপিয়ে সামনে উঠে এসেছে একটি নতুন পেটিশন।

একটি জনপ্রিয় পেটিশন ওয়েবসাইট change.org থেকে এর সূত্রপাত। Ric G নামের এক ব্যক্তি এই পেটিশনের সূত্রপাত করেন। সই নেওয়া হয়েছিল ‘do not allowed Jeff Bezos to return to earth’ অর্থাৎ ‘জেফ বেজোস কে পৃথিবীতে ফিরতে দেওয়া যাবে না’ এই পিটিশনের উপর। আর এই পিটিশনে স্বাক্ষর রেখেছেন ৭৫,০০০ এরও বেশি মানুষ। তারা বিভিন্ন কারণে দেখিয়েছেন তাদের সইয়ের পিছনে। কেউ বলেন কোটিপতি বলেই মহাকাশে বেড়াতে যাওয়ার মতো বিলাসিতার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার বেশিরভাগ ক্ষেত্রেই জেফ বেজোসএর অকল্পনীয় অর্থভাণ্ডার এর উপর ক্ষোভ প্রকাশ হয়েছে।

আরো পড়ুন-এবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন অ্যামাজনের CEO জেফ বেজোস

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী জুলাই মাসের ২০ তারিখ মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন জেফ এবং তার ভাই মার্ক, তার নিজস্ব কম্পানি ব্লু অরিজিন এর পুনর্ব্যবহারযোগ্য সাবঅরবিটাল রকেটে করে। রকেটে শুধু তারা দুজনই থাকছেন না, তাদের সঙ্গে থাকছেন একটি নভশ্চর দের দল এবং আরো একজন পুরস্কার বিজেতা। জেফ বেজোস এর ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া ভিডিওতে তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল মহাকাশে যাওয়ার, মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে সেই অনুভূতি উপলব্ধির জন্য তার এমন অভিযান।

Previous articleঅলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের বড় অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করবে বিসিসিআই
Next articleজিওকে টেক্কা দিতে ভোডাফোন-আইডিয়ার নতুন প্ল্যান, জানুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply