অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের বড় অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করবে বিসিসিআই

অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের বড় অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করবে বিসিসিআই

২০ জুন ছিল বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল সভা, আর এই সভাতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক, এবার জাপানের টোকিও শহরে আয়োজিত হবে অলিম্পিক ২০২১ যা স্থায়ী হবে ৮ আগস্ট পর্যন্ত।

বিসিসিআই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে যে, “বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অলিম্পিক খেলোয়ারদের সব রকম ভাবে সাহায্য করবে। IOA/MYAS এর কাছ থেকে প্রাপ্ত অনুরোধের ভিত্তিতে, বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সমর্থন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং একটি আর্থিক মুদ্রার প্রতিশ্রুতি দিয়েছে, ১০ কোটি টাকা। বিসিসিআই অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সমস্ত ক্রীড়াবিদকে শুভকামনা জানায় এবং আশা করে যে তারা আগের চেয়ে আরও বেশি পদক নিয়ে ফিরে আসবে।”

আরো পড়ুন- যমজ পুত্র সন্তানের বাবা হলেন Usain Bolt। দেখুন তাদের ছবি

এছাড়া ওই দিনে সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, “২০২০ এবং ২০২১ সালের সিজনে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপেক্স কাউন্সিল এই কমিটি গঠনের জন্য আদেশ দিয়েছে এবং ঘরোয়া ক্রিকেটারদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেবে, যত তাড়াতাড়ি সম্ভব।”- অফিশিয়াল ওয়েবসাইটে বিসিসিআই সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে।

Previous articleব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এর ডাটা ট্রান্সফার সংক্রান্ত অফিসিয়াল মতামত প্রকাশ করল ক্রাফটন
Next article“জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দেওয়া হবে না” পিটিশনে সই করলেন ৭৫ হাজারেরও বেশি মানুষ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply