“মাই নেম ইজ খানের” ১১ বছর। কি বললেন শাহরুখ খান?

মাই নেম ইজ খানের

শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘মাই নেম ইজ খান’, সিনেমার প্রকাশ পাবার ১১ বছর সম্পন্ন হল।

প্রতিবছরই শাহরুখ খানের দর্শকরা বিভিন্ন সামাজিক মাধ্যমে তার এই সিনেমার প্রকাশ হওয়ার দিনটি উদযাপন করে। শাহরুখ খান যে নিজে এই সোশ্যাল মিডিয়ায় সিনেমার জন্মদিন পালন কে যুক্তিযুক্ত বলে মনে করেন না।

কি বললেন শাহরুখ খান?

মাই নেম ইজ খানের ১১ বছর বর্ষপূর্তিতে টুইটারে তিনি লিখেছেন যে, “প্রতিবছর একটি সিনেমার সাফল্যে উদযাপন করা, মাইলস্টোনের চেয়ে প্রতিবছর জন্মদিন পালন করার মতো মনে হয়। মাই নেম ইজ খানের ১১ বছর হওয়া, আমার মনে হয় এই সিনেমার সাথে জড়িত সকলে খুবই ভালো কাজ করেছে”।

Twitter source @iamsrk (Shah Rukh Khan)

এই সিনেমার পরিচালক ছিলেন করণ জোহর তিনি তার ইনস্টাগ্রামে একটি অসাধারণ ভিডিও শেয়ার করেছেন সিনেমার ১১ বছর বর্ষপূর্তিতে।

Instagram source @karanjohar (Karan Johar)

আরো পড়ুন- বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক

সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান ও কাজল। সিনেমা হলে দারুণ সাড়া ফেলে চলচ্চিত্রটি, উইকিপিডিয়া অনুসারে ২২৫ কোটি টাকা আয় করে সিনেমাটি।

Previous articleহিমালয়ের চেয়ে দ্বিগুণ বয়সের পর্বতমালার ছবি প্রকাশ করল নাসা
Next articleমিল্কিওয়ে গ্যালাক্সিতে বিশাল রেডিও বিস্ফোরণ, মহাকাশে এধরনের বিস্ফোরণ আমাদের গ্যালাক্সিতে প্রথম
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply