হিমালয়ের চেয়ে দ্বিগুণ বয়সের পর্বতমালার ছবি প্রকাশ করল নাসা

হিমালয়ের চেয়ে দ্বিগুণ বয়সের পর্বতমালার কথাটা শুনলে সত্যিই অবাক হতে হয়। প্রাচীনতর এই পর্বতমালার খবরে বেশ হৈচৈ পড়ে গেছে নেট দুনিয়ায়। হিমালয়ের দ্বিগুণ বয়সের এই পর্বতমালার সন্ধান পেয়েছে নাসার উপগ্রহ টেরা।

ভূপৃষ্ঠের প্রায় ৪৪০ মাইল উপর থেকে নাসার উপগ্রহ দেখতে পেল এই পর্বতমালাকে। তবে পৃথিবীর মানচিত্রে নেই এই পর্বতমালা। এটি একটি সুবিশাল পর্বতমালা। পর্বতমালাটি রয়েছে উত্তর-পশ্চিম মরক্কোয়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই বিশাল পর্বতমালার তথ্য তুলে ধরেছে নাসা। নাসার দেওয়া এই তথ্যে বেশ সাড়া পড়ে গিয়েছে।

Image source – instagram @NASA

এই পর্বতমালা টিকে কোন মানচিত্রেই পাওয়া যাবে না। বলা হচ্ছে পর্বতমালাটি ৮ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এত সময় আগে মহাদেশ, দেশ এসবই ঠিকমতো তৈরি হয়নি। আর আমাদের সকলের পরিচিত হিমালয় পর্বতমালার জন্ম আনুমানিক ৪ কোটি বছর আগে। সেই হিসেবে এই পর্বতমালাটি হিমালয়ের দ্বিগুণ বয়সী।

আরও পড়ুন – মঙ্গলে মানুষ বসবাসের উপযুক্ত জায়গা খুঁজে পেল নাসা

নাসা জানিয়েছে 8 কোটি বছর আগে আফ্রিকান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মধ্যে বিপুল ধাক্কাধাক্কির ফলে জন্ম হয়েছিল এই পর্বতমালার। এছাড়া নাসা জানিয়েছে চুনাপাথর, বেলে পাথর, মাটি ও জিপসাম ইত্যাদি দিয়ে তৈরি হয়েছিল পর্বতমালাটি।

ইনফ্রারেড লাইট এর সাহায্যে নাসার টেরা উপগ্রহ ২০০৭ সালের ৫ই নভেম্বর এই পর্বতমালার ছবি তুলেছিল। ইনফ্রারেড লাইট খালি চোখে দেখা যায় না। এই আলোর সাহায্যে পর্বতমালার তোলা ছবিতে পাথরের নানা স্তর বেশ স্পষ্ট। ১৯৯৯ সালে উৎক্ষেপণ করা টেরা উপগ্রহ খুঁজে পেয়েছে ৮ কোটি বছরের পুরোনো পর্বতমালা যা সত্যিই দারুণ অনুসন্ধান।

মন্তব্য করুন