Nasa News: ৫০ হাজার বছর পর আবার এই ধুমকেতু পৃথিবীর পাশ কাটিয়ে যাবে, কবে?

Nasa News: ৫০ হাজার বছর পুরনো এক ধুমকেতুর দেখা মিলবে সম্প্রতি। কোনরকম দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই খালি চোখে দেখতে পারবে পৃথিবীবাসী। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন পরিস্থিতি ঠিকঠাক থাকলে খালি চোখে দেখা মিলবে ৫০ হাজার বছর পুরনো এক বিরল ধূমকেতুর।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-এর তরফ থেকে জানানো হয়েছে প্রায় ৫০ হাজার বছর পুরনো এক বিরল ধুমকেতুর দেখা মিলবে পৃথিবী থেকে। দেখা যাবে খালি চোখেই। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যদি আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদের আলো কম হয় তবে এই বিশাল আকার ধুমকেত খালি চোখেই দেখা সম্ভব হবে পৃথিবীর বিভিন্ন কোনা থেকে। অতি প্রাচীন এই ধূমকেতু যখন পৃথিবী থেকে দেখা গিয়েছিল তখন সেই সময় পৃথিবীতে বিরাজ করত আদিম মানুষ নিয়ানডার্থাল, এছাড়াও সেই সময় পৃথিবীতে বসবাস করত ম্যামথ জাতীয় অতীব প্রাচীন প্রাণী।

এই ধূমকেতু সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, যে সময় প্রথম পৃথিবীতে এই ধূমকেতু দেখা গিয়েছিল তখন দূষণের নামমাত্র ছিল না, আকাশ থাকতো সর্বদা পরিষ্কার। তারা অনুমান করছেন আমাদের পূর্বপুরুষেরা হয়তো এই ধূমকেতু দেখেছেন। তবে সত্যি কথা বলতে আমাদের ভাগ্য অনেকটাই ভালো যে এটি পাশ দিয়ে চলে যাচ্ছে পৃথিবীতে, এর কোন প্রভাব পড়বে না বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এর পূর্বে গত মার্চ মাসে সৌরমণ্ডলে দেখা পাওয়া গেছিলো এটির। তার পর থেকেই বিজ্ঞানীরা এই ধুমকেতুর উপর গবেষণা শুরু করেন। তখনই তারা অনুমান করেছিলেন আর কিছুদিনের মধ্যে এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে।

আরো পড়ুন -NASA News: ৩৮ বছরের পুরনো নাসা স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে, জানালো নাসা

বিজ্ঞানী নিকোলাস বিভার ধূমকেতুটি পর্যবেক্ষণ করে জানিয়েছেন এটি বরফ এবং ধুলো দিয়ে তৈরি, এর ব্যাস প্রায় এক কিলোমিটার। যেহেতু ধূমকেতুটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে সে কারণে উজ্জ্বলতম আলোর দেখা মিলতে পারে পৃথিবীর আকাশে। ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে C/2022 E3 (ZTF)। ধূমকেতুটি আগামী ১২ই জানুয়ারি সূর্যের সবথেকে কাছে থাকবে, এরপর ২রা ফেব্রুয়ারি পৃথিবীর সবথেকে কাছাকাছি আসবে ধূমকেতুটি। ধূমকেতুটি পৃথিবীর অনেক কাছ দিয়ে গেলেও পৃথিবীতে কোন বিপদের আশঙ্কা নেই। পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে ৪ কোটি ২৫ লক্ষ কিলোমিটার। এটি একবার পৃথিবীকে ছাড়িয়ে গেলে সৌরজগতের বাইরে চলে যাবে এবং আর কখনো এর দেখা মিলবে না।

“Nasa News: ৫০ হাজার বছর পর আবার এই ধুমকেতু পৃথিবীর পাশ কাটিয়ে যাবে, কবে?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন