সেরা ১০ বোলার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩

সেরা ১০ বোলার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩

সেরা ১০ বোলার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩: আইসিসি t20 র‍্যাংকিং এর বিচারে সেরা ১০ বোলারের তালিকা নিচে দেওয়া হল।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দ্বিতীয় স্থানে রয়েছে রাশিদ খান

সেরা ১০ বোলার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩, Top 10 bowlers in T20 cricket in bengali

RANKবোলার দেশরেটিং
১.W হাসারাঙ্গাশ্রীলংকা৭০৯
২.রাশিদ খানআফগানিস্ত৬৯৮
৩.আদিল রশিদইংল্যান্ড৬৯২
৪.যশ হেজেলউডঅস্ট্রেলিয়া৬৯০
৫.স্যাম কারেনইংল্যান্ড৬৮৮
৬.তাবারিজ স্যামসিদক্ষিণ আফ্রিকা৬৮১
৭.অ্যাডাম জাম্পাঅস্ট্রেলিয়া৬৭৮
৮.মুজিব রহমানআফগানিস্তান৬৭৭
৯.আঁড়িচ নর্জেদক্ষিণ আফ্রিকা৬৫৯
১০.মহেশ ঠিকসানাশ্রীলংকা৬৫৫
সেরা ১০ বোলার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩
Previous articleNASA: স্পেস স্টেশন থেকে নমুনা ও হার্ডওয়্যার ফিরিয়ে আনতে নাসাকে সাহায্য করবে SpaceX
Next articleNasa News: ৫০ হাজার বছর পর আবার এই ধুমকেতু পৃথিবীর পাশ কাটিয়ে যাবে, কবে?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply