মহাকাশে পঞ্চম উজ্জ্বল গ্যালাক্সির ছবি শেয়ার করল নাসা

মহাকাশে পঞ্চম উজ্জ্বল গ্যালাক্সির ছবি শেয়ার করল নাসা

সম্প্রতি ‘ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন'(নাসা) তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে মহাকাশের পঞ্চম উজ্জ্বল গ্যালাক্সির ছবি শেয়ার করেছে। ৫ টি খুব সুন্দর ছবি শেয়ার করেছে নাসা, গ্যালাক্সিটির নাম ‘সেন্টারাস A‘ (Centaurus A)। এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১৩ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

সেন্টারাস A গ্যালাক্সিটির একদম মাঝে একটি সুবিশাল ব্ল্যাকহোল রয়েছে, নাসা তার পোস্টে উল্লেখ করেছে। প্রথম দুটি ছবিতে নীল রঙের যে তারা গুলি দেখা যায় সেগুলি হল নতুন সৃষ্টি হওয়া তারা এবং বাদামী বর্ণের তারা গুলি অপেক্ষাকৃত পুরনো। ছবিগুলো তোলা হয়েছে ‘জেমস স্পেস টেলিস্কোপ‘ থেকে।

আরো পড়ুন- মহাকাশে অবস্থিত ৫টি আশ্চর্যজনক বস্তু

ছবিগুলো প্রকাশ পাওয়ার পর নেটিজনেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে পোস্টের কমেন্টে। গ্যালাক্সিটির সম্পূর্ন আয়তন প্রায় ৬০ হাজার আলোকবর্ষ। ১৮৪৭ সালে সর্বপ্রথম গ্যালাক্সিটি আবিষ্কার করেন জন হার্শেল

‘Centaurus A’ 5th brightest Galaxy in space

Instagram source- @NASA

প্রতিনিয়ত নাসা মহাকাশ জগতের আকর্ষণীয় ছবিগুলি প্রকাশ করে যা মহাকাশ বিজ্ঞানে আমাদেরকে অগ্রসর করেছে। এই ধরনের পোস্ট করার ফলে জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানীদের মধ্যে সীমাবদ্ধ নয় সাধারণ মানুষও তার অজানা কে জানার ইচ্ছাকে পূর্ণ করতে পারছে।

Previous articleIndia England t20 Series 2021: কে হল ম্যান অব দ্যা সিরিজ? কিছু পরিসংখ্যান
Next articleHoli special trains: সম্পূর্ণ তালিকা দেওয়া হল
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply