সম্প্রতি ‘ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন'(নাসা) তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে মহাকাশের পঞ্চম উজ্জ্বল গ্যালাক্সির ছবি শেয়ার করেছে। ৫ টি খুব সুন্দর ছবি শেয়ার করেছে নাসা, গ্যালাক্সিটির নাম ‘সেন্টারাস A‘ (Centaurus A)। এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১৩ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
সেন্টারাস A গ্যালাক্সিটির একদম মাঝে একটি সুবিশাল ব্ল্যাকহোল রয়েছে, নাসা তার পোস্টে উল্লেখ করেছে। প্রথম দুটি ছবিতে নীল রঙের যে তারা গুলি দেখা যায় সেগুলি হল নতুন সৃষ্টি হওয়া তারা এবং বাদামী বর্ণের তারা গুলি অপেক্ষাকৃত পুরনো। ছবিগুলো তোলা হয়েছে ‘জেমস স্পেস টেলিস্কোপ‘ থেকে।
আরো পড়ুন- মহাকাশে অবস্থিত ৫টি আশ্চর্যজনক বস্তু
ছবিগুলো প্রকাশ পাওয়ার পর নেটিজনেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে পোস্টের কমেন্টে। গ্যালাক্সিটির সম্পূর্ন আয়তন প্রায় ৬০ হাজার আলোকবর্ষ। ১৮৪৭ সালে সর্বপ্রথম গ্যালাক্সিটি আবিষ্কার করেন জন হার্শেল।
‘Centaurus A’ 5th brightest Galaxy in space
Instagram source- @NASA
প্রতিনিয়ত নাসা মহাকাশ জগতের আকর্ষণীয় ছবিগুলি প্রকাশ করে যা মহাকাশ বিজ্ঞানে আমাদেরকে অগ্রসর করেছে। এই ধরনের পোস্ট করার ফলে জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানীদের মধ্যে সীমাবদ্ধ নয় সাধারণ মানুষও তার অজানা কে জানার ইচ্ছাকে পূর্ণ করতে পারছে।
[…] আরো পড়ুন – মহাকাশে পঞ্চম উজ্জ্বল গ্… […]