১০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সির ছবি তুলল নাসার হাবল টেলিস্কোপ

সোমবার নাসার ‘হাবল টেলিস্কোপ‘ দ্বারা তোলা একটি ছবি প্রকাশ করেন নাসা। ছবিটি তোলা হয়েছে প্রায় ১০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সির।

গ্যালাক্সিটির নাম NGC2336, যা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে ১৪৫ বছর আগে ১৮৭৬ সালে। ‘উইলহেম টেম্পেল‘ নামক এক জার্মান জ্যোতির্বিজ্ঞানী গ্যালাক্সিটি প্রথমবার আবিষ্কার করেছিলেন ১১ইঞ্চির একটি টেলিস্কোপের সাহায্যে। কিন্তু এখন নাসার উন্নত হাবল টেলিস্কোপ আরো সুন্দর ও পরিষ্কার ছবি প্রকাশ করেছে। যেখানে নীল রঙের যে তারা গুলো দেখা যাচ্ছে সেগুলি নতুন সৃষ্টি হওয়া নক্ষত্র এবং লালচে বর্ণের যে তারা গুলি রয়েছে সেগুলি অপেক্ষাকৃত পুরনো নক্ষত্র বলে বর্ণনা করা হয়েছে নাসার ইনস্টাগ্রাম পোস্টে।

Instagram source- @nasa

আরো পড়ুন- মাটির নিচে ফাইবার-অপটিক তারগুলি শুধু উচ্চগতির ইন্টারনেটই দেবেনা, ভূমিকম্প ও বন্যার আগাম সর্তকতাও জানাবে

এই NGC2336 গ্যালাক্সিটি দু’লক্ষ আলোকবর্ষ জুরে সুদুর প্রসারী। প্রায় প্রতি নিয়ত হাবল টেলিস্কোপ মহাকাশে বিভিন্ন ছবি আমাদের সামনে নিয়ে আসে। ১৯৯০ সালে এই টেলিস্কোপটি লঞ্চ করা হয় এরপর জ্যোতির্বিজ্ঞানীদের হাতে প্রতিনিয়ত বিভিন্ন ছবি টেলিস্কোপটি দিয়ে আসছে।

মন্তব্য করুন