হোয়াটসঅ্যাপ গ্রুপের নতুন ফিচার! যে কোন মেসেজ ডিলিট করতে পারবেন গ্রুপ অ্যাডমিন

হোয়াটসঅ্যাপ গ্রুপের নতুন ফিচার! যে কোন মেসেজ ডিলিট করতে পারবেন গ্রুপ অ্যাডমিন

ভারতের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে, যার মধ্যে সম্প্রতি একটি নতুন ফিচারের কথা জানা গিয়েছে। নতুন এই ফিচারের সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা পেতে চলেছেন আরো বেশি অধিকার। জানেন সেই ফিচারটি কি? হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে গ্রুপে উপস্থিত যে কোন সদস্যের যে কোন মেসেজ গ্রুপের অন্যান্য সদস্যদের জন্য ডিলিট করতে পারবেন গ্রুপের এডমিনরা। চলুন নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Wabetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপের নতুন এই আপডেটটি হতে চলেছে ২.২২.১.১। নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন দের হাতে যেকোনো পোস্ট সবার জন্য ডিলিট করার অপশন আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে- গ্রুপ এডমিন যে কোন কারুর মেসেজ বা পোস্ট সবার জন্য ডিলিট করার ক্ষমতা রাখবে, অপর একটি রিপোর্ট অনুযায়ী যে মেসেজটি গ্রুপ এডমিন ডিলিট করবেন সেই ডিলিট করা মেসেজ টি জায়গায় লেখা থাকবে “এডমিন এটি ডিলিট করেছেন”। তবে এই ফিচারটি ব্যবহার এর জন্য গ্রুপে একাধিক সদস্য থাকা প্রয়োজনীয়।

আরো পড়ুন-২০২১ এর সেরা গেমের তালিকা, দেখেনিন এক নজরে

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি নিয়ে বেশ সকলেই খুশি। ফিচারটির মাধ্যমে গ্রুপ অ্যাডমিনরা যে কোন মেসেজ ডিলিট করতে পারবেন, গ্রুপে থাকা অন্যান্য সদস্যদের পাঠানো মেসেজ ও সকলের জন্য ডিলিট করতে পারবেন এডমিনরা। যার সাহায্যে এডমিনদের হাতে থাকছে অতিরিক্ত ক্ষমতা। বর্তমানে এই ফিচারটি টেস্টিং এর পর্যায় রয়েছে। অন্যদিকে ফিচারটি বিটা টেস্টাররা ব্যবহার করতে পারবেন। তবে ফিচারটি কবে অফিশিয়ালি লঞ্চ করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

Previous articleSamsung galaxy tab: বাচ্চাদের জন্য নতুন ট্যাব বাজারে আনতে চলেছে স্যামসাং
Next articleসমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ISRO
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply