Samsung galaxy tab: বাচ্চাদের জন্য নতুন ট্যাব বাজারে আনতে চলেছে স্যামসাং

স্যামসাং তাদের নতুন ট্যাব নিয়ে আসতে চলেছে বাজারে। যে ট্যাবটি বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি। সংস্থার তরফ থেকে নতুন এই ট্যাবের নাম দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস (Samsung galaxy tab A kids)। নতুন এই ট্যাবটি তৈরিতে স্যামসাং জনপ্রিয় ব্যান্ড স্পেশারিকি এর সঙ্গে যুক্ত হয়েছে।

সংস্থার দাবি নতুন এই ট্যাবটি বাচ্চাদের জন্য একেবারে আদর্শ হতে চলেছে। ২০টি এডুকেশনাল এবং এন্টারটেইনমেন্ট অ্যাপ্লিকেশন আগে থেকেই লোড করা থাকবে এই ট্যাবটিতে। এছাড়াও থাকছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মারুসিয়া। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে বাচ্চারা গল্প থেকে শুরু করে গান শোনা, গেম খেলা সবই করতে পারবে এই ট্যাব এর সাহায্যে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস দাম ও অন্যান্য ফিচার:

বর্তমানে স্যামসাং গ্যালাক্সির নতুন এই ট্যাবটি কেবলমাত্র রাশিয়ার জন্য উপলব্ধ। রাশিয়ায় ট্যাবলেটের দাম ধার্য করা হয়েছে ১৪,৯৯০ RUB যা ভারতীয় টাকায় ১৫,৫০০ টাকা। ট্যাবলেটটি পাওয়া যাবে স্যামসাংয়ের অনলাইন স্টোর অথবা বিশেষ কিছু রিটেলার শপ থেকে। ভারত ও অন্যান্য দেশগুলিতে ট্যাবটি কবে লঞ্চ করা হবে এবং এর দাম কত হবে সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

স্যামসাংয়ের নতুন ট্যাবলেটটি কেবলমাত্র বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি। ডিজাইন, প্যারেন্টাল কন্ট্রোল এবং শক রেজিস্ট্যান্ট কেস থাকছে এই ট্যাবে। বাচ্চাদের কথা মাথায় রেখেই ৮.৭ ইঞ্চির TFT টাচস্ক্রিন, ৫১০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ট্যাবে। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা যার সাহায্যে ৩০fpe এর ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে এবং ভিডিও কলের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরো পড়ুন-ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করতে চলেছেন ইলন মাস্ক

এবার চলে আসা যাক ট্যাবটির কানেক্টিভিটির উপর, এটি একটি সম্পূর্ণ ওয়াই-ফাই অনলি ট্যাবলেট হতে চলেছে, সাথেই থাকছে ব্লুটুথ ৫V। স্টোরেজ দেওয়া হয়েছে ৩ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড যুক্ত করা যাবে, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ক্ষমতা বাড়ানো যাবে ১ টিবি পর্যন্ত।

Previous articleজল্পনার অবসান ঘটালেন কোহলি নিজেই। সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি
Next articleSamsung galaxy S21 FE : প্রকাশ পেল সম্ভাব্য দাম, ডিজাইন ও স্পেসিফিকেশন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply