হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট-এর ক্ষেত্রে আসছে নতুন আপডেট, জানুন বিশদে

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটিং এর ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে একটি নতুন আপডেট। যে আপডেটের মাধ্যমে গ্রুপ চ্যাট থেকে সরাসরি গ্রুপ ভিডিও বা ভয়েস কলে যুক্ত হওয়া যাবে। আপডেটের সাহায্যে গ্রুপ ভিডিও কল চলাকালীন হোয়াটসঅ্যাপ-এর গ্রুপ থেকে আপনি সরাসরি ফোন কলে যুক্ত হতে পারবেন। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে নতুন এই ফিচারটি নাম Joinable calls feature। চলতি বছরের জুন মাসে প্রথম প্রকাশ্যে আসে এই ফিচারটির কথা।

ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচার সংক্রান্ত আপডেট থেকে জানা গিয়েছে গ্রুপ কল নোটিফিকেশনের ক্ষেত্রে গ্রুপের সদস্যদের নামের পরিবর্তে গ্রুপের নাম দেখা যাবে। এর পাশাপাশি গ্রুপ চ্যাট এর ক্ষেত্রে অ্যাপ থেকে সরাসরি গ্রুপ ভিডিও কলে যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের নতুন joinable call ফিচার এর পাশাপাশি থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় পরিবর্তন। ইউজাররা হোয়াটসঅ্যাপে সমস্ত গ্রুপ ভিডিও এবং ভয়েস কল দেখতে পারবেন। গ্রুপ কলের ক্ষেত্রে ইউজাররা নির্দিষ্ট কাউকে বেছে নিতে পারবেন কল করার জন্য। এছাড়াও অন্-গোয়িং ভয়েস এবং ভিডিও কল হোয়াটসঅ্যাপ চ্যাট এ দেখতে পারবে এবং ইচ্ছামতো সেখানে যুক্ত হতে পারবেন তারা।

আরো পড়ুন-ভারতে লঞ্চ হলো নকিয়ার নতুন স্মার্টফোন Nokia XR20, জানুন দাম ও ফিচার

হোয়াটসঅ্যাপ ইউজার দের কথা মাথায় রেখে বিভিন্ন আপডেটগুলি নিয়ে আসছে। তবে নতুন এই আপডেট পেয়ে ইউজাররা বেশ খুশি। কর্তৃপক্ষের দাবি হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং ভিডিও কলে খুব সহজে ইউজাররা যুক্ত হতে পারবেন এবং ভয়েস ও ভিডিও কল যে চ্যাট বক্সে থাকবে সেখানে একবার ক্লিক এর মাধ্যমে ইউজাররা যুক্ত হতে পারবে। হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হওয়ার জন্য আলাদাভাবে একটি join বাটন দেওয়া হবে বলে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে।

মন্তব্য করুন