ভারতে লঞ্চ হলো নকিয়ার নতুন স্মার্টফোন Nokia XR20, জানুন দাম ও ফিচার

ভারতে লঞ্চ হলো নকিয়ার নতুন স্মার্টফোন Nokia XR20। দিওয়ালির আগেই নকিয়া তাদের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। নোকিয়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন স্মার্টফোনটি অন্যান্য স্মার্টফোনের গুলি থেকে অনেক আলাদা হবে। কারণ এই স্মার্টফোনে থাকছে বিশেষ টেকনোলজি, যার সাহায্যে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারবে এই স্মার্টফোন। জানানো হয়েছে ৫৫ ডিগ্রী থেকে ২০ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে থাকলেও স্মার্টফোন এর কোনো ক্ষতি হবে না। এছাড়াও থাকছে ওয়াটার রেজিস্টেন্ট, ডাস্ট রেজিস্ট্যান্ট। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এই স্মার্টফোনটি ১.৮ মিটার উঁচু থেকে পড়ে গেলেও কোন ক্ষতি হবে না এই স্মার্টফোনের। ডুয়েল রেয়ার ক্যামেরা এবং স্নাপড্রাগনের প্রসেসরের সাথে ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনটি।

Nokia XR20 ফোনের ফিচার:
  • নোকিয়ার নতুন এই স্মার্টফোনটি তে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
  • অ্যান্ড্রয়েড ইলেভেন এর সাথে পাওয়া যাবে ডুয়েল নানো সিমের সাপোর্ট।
  • নোকিয়া স্মার্ট ফোনের প্রসেসর হতে চলেছে কোয়ালকম স্নাপড্রাগণ ৪৮০ 5G অক্টাকোর প্রসেসর।
  • ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এর সাথে থাকছে ৪৮ মেগাপিক্সেল এর প্রাইমারি সেনসর ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাংগেল ক্যামেরা।
  • ফোনটি স্টোরেজ থাকবে ৬জিবি/১২৮জিবি এবং ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইট মাউন্টেড।
  • নোকিয়া XR20 এর কানেক্টিভিটি থাকছে ফাইভজি, ফোরজি এলটিই, ব্লুটুথ ভার্শন ৫.১, ওয়াইফাই ৬, জিপিএস, type-c ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
  • নোকিয়া স্মার্টফোন এ রয়েছে IP৬৭ সার্টিফিকেশন, অর্থাৎ জল ও ধুলোর ক্ষেত্রে এই ডিভাইস একেবারে সুরক্ষিত থাকবে। ফোনের ব্যাটারি দেওয়া হয়েছে ৪৬৩০ mAh, সাথেই থাকছে এবং ১৫ ওয়াট ওয়ারলেস চারজিং সাপোর্ট।

আরো পড়ুন-জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ গুগল ম্যাপের, ইকো ফ্রেন্ডলি রুট আসতে চলেছে নয়া আপডেটে

নোকিয়া XR 20 ফোনের দাম:

ভারতীয় বাজারে একটি ভেরিয়েন্টই আসতে চলেছে এই স্মার্টফোনটির। ৬জিবি/১২৮জিবি স্টোরেজ এর সাথে ফোনটির দাম হতে চলেছে ৪৬,৯৯৯ টাকা। প্রি অর্ডার শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে। ফোনটি বিক্রি শুরু হবে ৩০ অক্টোবর নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলি থেকে।

“ভারতে লঞ্চ হলো নকিয়ার নতুন স্মার্টফোন Nokia XR20, জানুন দাম ও ফিচার”-এ 1-টি মন্তব্য

Leave a Reply