এবার UPI চলবে আপনার প্রতিবেশী দেশেও- জানুন বিস্তারিত

Unified Payments Interface বা সংক্ষেপে UPI বলে যাকে আমরা চিনি, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে এখন। আমাদের দেশে ব্যবহৃত সমস্ত প্রেমেন্ট অনলাইন অ্যাপ যেমন ফোন পে, গুগোল পে ইত্যাদি যেগুলি এই UPI সিস্টেমের মাধ্যমে চলে। ভারতের সমস্ত জায়গাতেই কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। এখন এই সুবিধা আপনি পাবেন প্রতিবেশী দেশেও।

সম্প্রতি ভারতের ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (NPCI) জানিয়েছে যে ভারতের বাইরে প্রথম প্রতিবেশী দেশ রূপে UPI সিস্টেম গ্রহণকারী দেশ হতে চলেছে নেপাল। প্রতিবেশী দেশে এই সুবিধা উপলব্ধ করার জন্য NPCI জিপিএস ও মানম ইনফোটেকের সাথে হাত মিলিয়েছে। নেপালের পেমেন্ট সিস্টেম অপারেট করে জিপিএস এবং মানম ইনফোটেক নেপালে UPI সিস্টেমকে উপলব্ধ করতে সাহায্য করবে।

আরো পড়ুন- বিশ্বের সবচেয়ে বড় কালো হিরে: দ্য এনিগমা

UPI নেপালে গৃহীত হবার ফলে নেপালের অর্থব্যবস্থা ডিজিটালাইজেশনের পথে এগোবে বলে মনে করা হচ্ছে। এছাড়া নেপালে বসবাসকারী ভারতীয়দের এর লাভ পাবে বলে মনে করা হচ্ছে। UPI সিস্টেম ভারতে চালু হওয়ার পর থেকে অনলাইন মানি ট্রান্সফারের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। ২০২১ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে মোট ৩৯০০ কোটি অর্থের লেনদেন হয়েছে এই UPI সিস্টেমের মাধ্যমে। যা ভারতের জিডিপির প্রায় ৩১ শতাংশ।

মন্তব্য করুন