চিড়িয়াখানায় জন্ম নিল 90 বছর পর এই বিরল প্রাণী

আন্তর্জাতিক: 90 বছর পর এই প্রথম এই বিরল স্তন্যপায়ী প্রাণী জন্ম নিল চিড়িয়াখানাতে। এই ছোট্ট শাবকটির নাম রাখা হয়েছে ‘ডবি‘। হ্যারি পটারের গল্পের একটি চরিত্রের নামকরণ অনুসারে এই শাবকটির নামকরণ করা হয়েছে। এই শাবকটির বৈজ্ঞানিক নাম হল Aardvark (আর্ডভার্ক), সারা ইউরোপ জুড়ে মোট 66 টি এই প্রাণী রয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন অতিথির আগমনে স্বভাবতই খুশিতে উচ্ছ্বাসিত চিড়িয়াখানার কর্মীরা, এর সঙ্গে খুশি পরিবেশ কর্মীরাও। প্রসঙ্গত 90 বছরে এই প্রথম কোনো ‘আর্ডভার্ক‘ শাবক জন্ম নিল। আর্ডভার্ক হল একটি স্তন্যপায়ী প্রাণী যারা মূলত আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের বাসিন্দা। আফ্রিকান ভাষায় এই প্রাণীটির নাম হল ‘মাটির শুকর‘।

এই প্রাণীটির নাক প্রচন্ড তীক্ষ্ণ ও এদের ঘ্রাণশক্তি খুব ভালো। এরা প্রধানত মাটির পিঁপড়ে পোকামাকড় ও উইপোকা খেতে পছন্দ করে। চেষ্টার চিড়িয়াখানায় শাবকটি জন্ম নেয়ার পর থেকে তাকে যথেষ্ট নজরদারিতে রাখা হয়েছে। উষ্ণ আবহাওয়ায় রাখা ও গরম দুধ খাওয়ানো হচ্ছে তাকে। জন্ম নেওয়া প্রাণীটি একটি স্ত্রী শাবক।

আরো পড়ুন- পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ -১৯০ বছর, সবচেয়ে প্রাচীনতম কচ্ছপ

চেষ্টার চিড়িয়াখানা টুইটারে শাবকটির ছবি প্রকাশ করে লিখেছে যে, “এটি একটি মেয়ে, আমরা চাঁদের ওপারে প্রকাশ করছি যে আমাদের নতুন আর্ডভার্ক বাছুর ডবি একটি বাচ্চা মেয়ে।”

Twitter Credit- Chester Zoo

মন্তব্য করুন