এয়ার ইন্ডিয়ার বিমানকে জলকামান দিয়ে স্বাগত জানাল মালদ্বীপ- Video

ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান Ai-267 কে রানওয়েতে জলকামান দিয়ে স্বাগত জানাল মালদ্বীপের মালে এয়ারপোর্ট। এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার পেজে ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং জলকামান দিয়ে দুই দিক থেকে ফোয়ারা সৃষ্টি করা হয়েছে।

এই বিশেষ স্বাগত জানানোর প্রধান কারণ হলো আজকের দিনেই ৪৬ বছর আগে এয়ার ইন্ডিয়ার বিমান প্রথম পদার্পণ করেছিল মালদ্বীপের মালে এয়ারপোর্টে। সেই কারণে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এয়ার ইন্ডিয়ার বিমান কে অভিনব উদ্যোগে স্বাগত জানাল মালদ্বীপ এয়ারপোর্ট।

টুইটারে এয়ার ইন্ডিয়া লিখেছে, “AI-267 আজ ভারত ও মালদ্বীপের মধ্যে বিমান পরিষেবার ৪৬ বছরের স্মরণে মালে বিমানবন্দরে অবতরণ করার সময় একটি জল ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হলো।
এয়ার ইন্ডিয়া ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে ত্রিবান্দ্রম থেকে মালে পর্যন্ত প্রথম ফ্লাইট পরিচালনা করেছিল।”

আরো পড়ুন- টাটা মোটরস: জানুয়ারি ২০২২ শে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়লো টাটা

“এয়ার ইন্ডিয়ার বিমানকে জলকামান দিয়ে স্বাগত জানাল মালদ্বীপ- Video”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন