Team Announced: ভারত বনাম শ্রীলংকা t20 এবং টেস্ট সিরিজের দল

Team Announced: ভারত বনাম শ্রীলংকা t20 এবং টেস্ট সিরিজের দল

ভারত বনাম শ্রীলংকা ২০২২: ঘোষিত হল আসন্ন ভারত বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের দল। রবিবার বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বিবৃতি দেওয়া হয় যেখানে ১৮ জন সদস্যের দল ঘোষণা করা হয় টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য। উল্লেখযোগ্যভাবে টেস্ট সিরিজের অধিনায়ক রোহিত শর্মাকে করা হয়েছে। প্রসঙ্গত বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়ক ছাড়ার পর বিসিসিআই এই প্রথম ভারতের টেস্ট অধিনায়ক এর নাম ঘোষণা করল।

এছাড়া শ্রীলঙ্কা t20 সিরিজে বিরাট কোহলি এবং ঋষভ পান্ত কে বিশ্রাম দেওয়া হয়েছে, তারা সরাসরি টেস্ট সিরিজে যোগদান করবে। এছাড়া কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর এখনো চোট থেকে সুস্থ হয়ে উঠতে পারেনি সেই কারণে তারা এই সিরিজের বাইরে রয়েছে। অক্ষর প্যাটেল বর্তমানে এই সিরিজের বাইরে রাখা হয়েছে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের পূর্বে তার ফিটনেস টেস্ট এর পর নির্বাচন যাচাই করা হবে। শার্দুল ঠাকুর কে শ্রীলংকা সম্পূর্ণ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত বনাম শ্রীলংকা ২০২২ টেস্ট সিরিজের দল

রোহিত শর্মা (অধিনায়ক)
প্রিয়াঙ্ক পাঞ্চাল
মায়াঙ্ক আগরওয়াল
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
হনুমা বিহারী
শুভমান গিল
ঋষভ পান্ত (উইকেট কিপার)
কেএস ভরত
রবীন্দ্র জাদেজা
জয়ন্ত যাদব
রবি অশ্বিন (ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে)
কুলদীপ যাদব
সৌরভ কুমার
মোহম্মদ সিরাজ
উমেশ যাদব
মোহম্মদ শামি
জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক)

আরো পড়ুন- আইপিএল ২০২২ নিলাম: ১০ টি দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

ভারত বনাম শ্রীলংকা ২০২২ টি-টোয়েন্টি সিরিজের দল

রোহিত শর্মা (অধিনায়ক)
রুতুরাজ গায়কওয়াড়
শ্রেয়াস আইয়ার
সূর্য কুমার যাদব
সঞ্জু স্যামসন
ইশান কিষান (উইকেট কিপার)
ভেঙ্কটেশ আইয়ার
দীপক চাহার
দীপক হুদা
রবীন্দ্র জাদেজা
যুজবেন্দ্র চাহাল
রবি বিষ্ণোই
কুলদীপ যাদব
মো. সিরাজ
ভুবনেশ্বর কুমার
হর্ষাল প্যাটেল
জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক)
আভেশ খান

Previous articleআইপিএল ২০২২ সবচেয়ে দামি খেলোয়ারদের তালিকা
Next articleএয়ার ইন্ডিয়ার বিমানকে জলকামান দিয়ে স্বাগত জানাল মালদ্বীপ- Video
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply