NHAI: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ১ ট্রিলিয়ন ডলার খরচ করবে ভারতের উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে জাতীয় সড়ক নির্মাণের জন্য। এই প্রজেক্টটি দুটি পর্যায়ে সম্পন্ন হবে ২০১৮ সালে ভারত সরকার দ্বারা লঞ্চ হওয়া প্রোগ্রাম অনুযায়ী ‘Aspirational Districts'(উচ্চাকাঙ্ক্ষী জেলা) গুলিকে নিয়ে এই ৫৭৯৫ কিমি. দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণ করা হবে।
ভারতে মোট ১১৭ টি উচ্চাকাঙ্ক্ষী জেলা রয়েছে সারা ভারত জুড়ে যেগুলি অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, উড়িষ্যা ও তেলেঙ্গানা রাজ্য জুড়ে রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য সুখবর এই উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির মধ্যে পাঁচটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এই পাঁচটি জেলা হল নদিয়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ। উচ্চাকাঙ্ক্ষী জেলা ভারত সরকারের নীতি আয়োগ দপ্তর চিহ্নিত করেছে, জেলাগুলির স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জল, আর্থিক পরিকাঠামো, দক্ষতা ও উন্নয়নের দিক বিচার করে বাছাই করা হয়েছে।
আরো পড়ুন- এয়ার ইন্ডিয়ার বিমানকে জলকামান দিয়ে স্বাগত জানাল মালদ্বীপ- Video
২০১৮ সালে লঞ্চ হওয়া প্রকল্প অনুযায়ী প্রথম পর্বের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। NHAI এর তথ্য অনুযায়ী বর্তমানে এই জেলাগুলি ইতিমধ্যে জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত রয়েছে কিন্তু এই প্রকল্পের দ্বারা জাতীয় সরক গুলি ডেভেলপমেন্টের কাজ করবে NHAI। ২০২১-২২ অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী প্রায় ৬ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী পাঁচ বছরে এই উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলি মিলিয়ে মোট ১৮ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই জেলা গুলোকে সংযুক্ত করবে।
[…] […]