গত ১৫ আগষ্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার। বর্তমানে এই ইলেকট্রিক স্কুটার এর চাহিদা অনেকটাই বেশি। তবে সম্প্রতি OLA সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ইলেকট্রিক স্কুটার এর পরে এবার ইলেকট্রিক গাড়ি শিল্পের দিকে নজর দিতে চাইছেন তারা। সংস্থার দাবি ইলেকট্রিক স্কুটার সাফল্যের পর আগামী ২০২৩ সালের মধ্যে ইলেকট্রিক ফোর হুইলার শিল্পেও প্রবেশ করতে চান তারা।
ওলা সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল জানিয়েছেন আগামী ২০২৩ সালের মধ্যে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে ওলার ফোর হুইলার। টুইটারে এই ঘোষণার পরই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট মাধ্যমগুলোতে। টুইটারে একজন ইউজার ভাবিশ আগারওয়ালকে প্রশ্ন করেন পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিক গাড়ির মালিক তিনি কিনা! সেই প্রসঙ্গে আগারওয়াল জানান তিনি দুমাস আগে পর্যন্ত কোন গাড়ির মালিক ছিলেন না, তবে পরবর্তীতে ২০২৩ সালে তিনি বৈদ্যুতিক গাড়ির মালিক হতে চলেছেন যেটি হবে ওলার বৈদ্যুতিক গাড়ি।
তবে সংস্থার তরফ থেকে অফিশিয়ালি ফোর হূইলার সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি। ইলেকট্রিক স্কুটার চালু করার আগেই ভারতে ইলেকট্রনিক যানবাহনের আমদানি করতে চান আগরওয়াল এবং তিনি বিভিন্ন সংস্থাগুলিকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখেই ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক গাড়ি বানানোর পরিকল্পনা করছে এই সংস্থা।
আরো পড়ুন-রিভার্স-এ চলবে OLA ইলেকট্রিক স্কুটার। মুক্তি পেল টিজার
ভারতবাসী প্রায় অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন ওলার ইলেকট্রিক স্কুটার এর জন্য। নেদারল্যান্ডের এই অটোমোবাইল সংস্থা ইলেকট্রিক স্কুটারের ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি S1, যার দাম ভারতীয় মূল্যে ৯৯,৯৯৯ টাকা (EXshowroom)। অপরদিকে আরও একটি মডেল ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে যে মডেলটির দাম ১,২৯,৯৯৯ টাকা (EXshowroom)। মডেলটির নাম S1 প্রো ভেরিয়েন্ট।
[…] […]