অবশেষে সামনে এল Call Of Duty: Vanguard প্রকাশের তারিখ। আগামী নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে এই গেমটি। গেমটি লঞ্চ করা হবে PC, PS4, PS5, Xbox Series S, Xbox ONE, Xbox Series X এ। আগামী নভেম্বর মাসের ৫ তারিখে গেমটি লঞ্চ করা হবে বলে জানিয়েছে সংস্থা। গেমটির পটভূমি তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে। ইতিমধ্যেই গেমটিকে একাধিক মোড-এ রিলিজ করা হবে বলে জানানো হয়েছে। গেমের মোড গুলির মধ্যে থাকছে তিনটি প্রধান মোড, যেগুলি হল- Campaign, Zombies Co-Op এবং online multiplayer, এই তিনটি মোড ছাড়াও গেমটিতে যুক্ত হবে Warzone experience।
কল অফ ডিউটি ভ্যানগার্ড ভিডিও গেমটির নির্মাণ সংস্থা Sledgehammer games। গেমটির পাবলিশার সংস্থার নাম Activision। নির্মাণ সংস্থা Sledgehammer গেমস এর তরফ থেকে জানানো হয়েছে গেমটি প্লে-স্টেশন এবং এক্সবক্স গেমিং কনসোল এর জন্য প্রি-অর্ডার করতে পারবেন গেমাররা। প্রি-অর্ডার এর জন্য গেমটির দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। তবে এই মূল্যে কেবলমাত্র পিএস৪ এবং এক্সবক্স ওয়ানের জন্য প্রি অর্ডার সম্ভব হবে।
পিএস৫, এক্সবক্স এক্স সিরিজ এবং এক্সবক্স এস সিরিজের জন্য প্রি-অর্ডার প্রতি খরচা পড়বে ৪,৯৯৯ টাকা। পিসি ভার্সনের জন্য কল অফ ডিউটি ভ্যানগার্ড এর খরচ পড়বে ৬০ থেকে ১০০ ডলার পর্যন্ত। প্রি-অর্ডার করা যাবে battle.net ওয়েবসাইট থেকে। গেমটির সম্পূর্ণ একটি ট্রেইলার ভিডিও রিলিজ করা হয়েছে ইউটিউবে। Call Of Duty এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা এই ট্রেলার ভিডিওটি দেখে নিতে পারেন।
How we felt when the #Vanguard trailer dropped 🤯
— Call of Duty (@CallofDuty) August 20, 2021
What was your favorite moment? https://t.co/n9i1tio7q9 pic.twitter.com/eBZ0KLyKDT
আরো পড়ুন-ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লঞ্চ হল আইওএস ভার্সনে
এবার চলে আসা যাক গেমটি সম্পর্কে। কল অফ ডিউটি ভ্যানগার্ড ক্যাম্পেন-এ থাকছে মাল্টিন্যাশনাল স্পেশাল ফোর্স। ফোর্স এর নাম ‘টাস্ক ফোর্স ওয়ান’। এই টাস্ক ফোর্স এর আওতায় থাকবে ব্রিটিশ আর্মি, রেড আর্মি, নেভি সৈন্যরা। মোট চারটি এলাকাজুড়ে লড়াই করবে টাস্ক ফোর্সের সৈন্যদল। যে চারটি জায়গায় সৈন্যরা লড়াই করবেন সেই জায়গা গুলি হল- পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এবং উত্তর আফ্রিকা। এছাড়াও গেমটিতে থাকছে মাল্টিপ্লেয়ার মোড। যেখানে মোট ২০টি ম্যাপ লঞ্চ করা হয়েছে, এছাড়াও নতুন ওয়ার জোনে থাকবে নতুন ম্যাপ এবং নতুন আগ্নেয়াস্ত্র।
[…] […]