OPPO-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন! জানুন লঞ্চের তারিখ ও বিস্তারিত

স্মার্টফোনের দুনিয়ায় OPPO একটি অতিপরিচিত স্মার্টফোন কোম্পানি। আর এই কোম্পানি বাজারে আনতে চলেছে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। OPPO কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন এই স্মার্টফোনটির নাম হতে চলেছে ওপো ফাইন্ড এন (Oppo Find N)। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ এর মতোই হতে চলেছে oppo এর নতুন স্মার্টফোনটির ডিজাইন। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত।

OPPO-এর নতুন এই স্মার্টফোনটিতে থাকছে মেটাল ফিনিশ এবং দুটি আলাদা OLED DISPLAY। যার মধ্যে একটি প্রাইমারি ডিসপ্লে-এর কাজ করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে তাদের নতুন স্মার্টফোনটি হবে খুবই সাধারন ব্যবহারযোগ্য এবং ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এর পূর্বে ফোল্ডেবল ফোন সম্পর্কিত সমস্ত সমস্যাগুলো সমাধান করে নতুন এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনের ডিসপ্লে অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটাই বড় এবং ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব দেখা যাবে। ফোল্ডেবল ফোনটিতে থাকছে উন্নতমানের কব্জা এবং ডিজাইন যা বাজারে থাকা অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোন থেকে এটিকে আলাদা বানায়।

ওপো ফাইন্ড এন ফোল্ডেবল স্মার্টফোনের একটি টিজার প্রকাশ করা হয়েছে কোম্পানি তরফ থেকে। ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে ডিজাইন এবং অন্যান্য ফিচার গুলো সম্পর্কে অতি সাধারণ একটি ধারণা দেয়া হয়েছে। খুবই পাতলা বেজেল এর সাথে থাকছে পাঞ্চ-হোল ডিজাইন-এর ডিসপ্লে। এছাড়াও ফোনটিকে সবথেকে আকর্ষনীয় বানায় এটির আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে মেটাল রাউন্ড ডিজাইন, TYPE-C ইউএসবি চার্জিং পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরো পড়ুন-ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করতে চলেছেন ইলন মাস্ক

OPPO এর চিফ প্রডাক্ট অফিসার এবং ওয়ানপ্লাস এর প্রতিষ্ঠাতা পেট লাও জানিয়েছেন ওপো ফাইন্ড এন মডেলের প্রথম প্রজন্মের ডিজাইনিং এর কাজটি শুরু হয়েছে ২০১৮ সাল থেকে এবং তিনি আরও জানিয়েছেন আগামী ১৫ ডিসেম্বর Oppo ENO Day কনফারেন্সের সময় অফিশিয়ালি ভাবে লঞ্চ করা হবে OPPO FIND N সিরিজের নতুন এই স্মার্টফোনটি।

মন্তব্য করুন