প্রয়াত হলেন CDS বিপিন রাওয়াত সহ ১৩ জন

৮ ই ডিসেম্বর ২০২১ তারিখ অর্থাৎ বুধবার হেলিকপ্টারে করে ভারতীয় সেনার শিক্ষাপ্রতিষ্ঠান ডিফেন্স স্টাফ কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ভারতের চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত। ডিফেন্স স্টাফ কলেজের একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে তামিলনাড়ুর কুনুরের জঙ্গলে ভেঙে পরে হেলিকপ্টারটি। এই ঘটনায় মৃত্যু হয় বিপিন রাওয়াত সহ তার স্ত্রীরও। শুধু তাই নয় তাদের সঙ্গে ছিলেন কয়েকজন সেনা অধিকর্তা। ঘটনায় মৃত্যু হয় তাদেরও।

দপুর ১১.৪৫ নাগাদ সিএসডি বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জন ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারে করে সুলুর থেকে ওয়েলিংটনে ডিফেন্স স্টাফ কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ৫ মিনিট আগে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে তাদের হেলিকপ্টারটি। দুর্ঘটনাটিতে আহত সকলকে একে একে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ১৪ জনের মধ্যে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী সহ ১৩ জনই মারা যান। ১ জন আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।

এই দিনটি ভারতের জন্য খুবই দুঃখজনক একটা দিন। বিপিন রাওয়াত ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল পদে আসীন হন ২০২০ সালের ১ লা জানুয়ারি। ভারতীয় ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কিন্তু তার এই হঠাৎ দুর্ঘটনায় তাই শোকস্তব্ধ গোটা দেশ। বায়ু সেনার এম আই ১৭ হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। এই দুর্ঘটনার খবর ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে সন্ধ্যে ৬ টা নাগাদ টুইট করে জানানো হয়েছে।

Leave a Reply