ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করতে চলেছেন ইলন মাস্ক

ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করতে চলেছেন ইলন মাস্ক

বিশ্বের নামিদামি ও জনপ্রিয় শিল্পপতিদের অন্যতম হলেন ইলন মাস্ক। রকেট সাইন্স থেকে শুরু করে বিদ্যুৎ দ্বারা চালিত টেসলা গাড়ি প্রভৃতি উদ্ভাবন এবং এর ব্যবসায় তিনি সফল। এবার তিনি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আনতে চলেছেন। অর্থাৎ তিনি ভারতে ইন্টারনেট ব্যবসা শুরু করতে চাইছেন। তার এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কোম্পানির নাম স্টারলিংক(starlink)

ইলন মাস্ক ভারতে তার স্টারলিঙ্ক (starlink) কোম্পানির সাহায্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছেন। সম্প্রতি এই খবরে ভারতের শিল্পজগতে সাড়া পড়ে গিয়েছে। ভারতে স্টারলিংক কোম্পানির প্রধান সঞ্জয় ভার্গভ জানিয়েছেন ২০২২ সালের ৩১ শে জানুয়ারির আগেই কোম্পানির তরফ থেকে বাণিজ্যিক অনুমতির আবেদন সরকারের কাছে জানানো হবে।

ভারতে স্টারলিংক এর ইন্টারনেট পরিষেবা দ্রুত চালু করতে তারা তৎপর। এই স্যাটেলাইট ইন্টারনেটের প্রধান লক্ষ্য হলো যে সমস্ত গ্রামে এখনো ঠিকভাবে ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি সেখানে ভালো ইন্টারনেট পরিষেবা দেওয়া। স্টারলিংকের অধিকাংশ নজর গ্রামের ইন্টারনেট পরিষেবার দিকে। এই তথ্য সামনে আশায় এটা নিশ্চিত ভাবে বলা যায় ইলন মাস্কের এই নতুন ইন্টারনেট পরিষেবা ব্যবসা ভারতে শুরু হলে প্রচুর গ্রাহক তিনি জোগাড় করে ফেলবেন। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা ভারতের শুরু হলে অন্যান্য ইন্টারনেট সংস্থা যেমন জিও, এয়ারটেল এবং ভি আই ইত্যাদির সঙ্গে যে বিরাট বাণিজ্যিক প্রতিযোগিতা শুরু হবে তাও নিশ্চিত ভাবে বলা যায়।

আরো পড়ুন – ৫০ টাকার উপরে টাকা পাঠানোর ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ, জানালো PhonePe

তবে কিছুদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে দেশের মানুষদের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে না করা হয়েছে। এই ঘটনা স্টারলিংক কোম্পানির জন্য বেশ কিছুটা নিরাশার খবর হলেও, মনে করা হচ্ছে বাণিজ্যিক অনুমতি এখনো পর্যন্ত না পাওয়ার কারণে সকলকে এই ইন্টারনেট পরিষেবা সঙ্গে যুক্ত হতে বারণ করা হচ্ছে। তবে খুব শীঘ্রই এই অনুমতি পেয়ে যাবে স্টারলিংক কোম্পানি এমনটাই মনে করা হচ্ছে।

Previous articleJems Webb Space Teliscope লঞ্চের তারিখ পিছিয়ে দিলো নাসা, জানুন বিস্তারিত
Next articleপ্রয়াত হলেন CDS বিপিন রাওয়াত সহ ১৩ জন