ভবিষ্যতের পেট্রোল: নতুন হাইড্রোজেন গাড়িতে চড়ে সংসদে শ্রী নীতিন গড়করি

দিল্লি: বর্তমানে ভারতে ক্রমাগত পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। এবার পেট্রোলের বিকল্প রূপে গ্রীন হাইড্রোজেন যে বাজার কাপাবে তা বলাই বাহুল্য। বর্তমান কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী শ্রী নীতিন গড়করি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিবৃতিতে বলেছেন পেট্রোল এর বিকল্প রূপে গ্রীন হাইড্রোজেনই ভবিষ্যৎ হতে চলেছে। এবার সেই গ্রীন হাইড্রোজেন দ্বারা তৈরি প্রথম গাড়ি ভারতে পাইলট কার হিসাবে নিয়ে এসেছে টয়োটা মিরাই।

এই গ্রিন হাইড্রোজেন প্রকল্প কে উৎসাহিত করতে টয়োটা মিটায় চরেই সংসদে এলেন ভারতের সড়ক পরিবহন মন্ত্রী। সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে শ্রী নীতিন গড়করি বলেছেন, “আত্মনির্ভর হওয়ার জন্য, আমরা সবুজ হাইড্রোজেন প্রবর্তন করেছি যা জল থেকে উত্পন্ন হয়। এখন দেশে গ্রিন হাইড্রোজেন উৎপাদন শুরু হবে, আমদানি রোধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

ভবিষ্যতের পেট্রোল: নতুন হাইড্রোজেন গাড়িতে চড়ে সংসদে শ্রী নীতিন গড়করি
Image credit- Nitin Gadkari (Twitter)

সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রীর মতে ভারতের যে সমস্ত জায়গায় কয়লা ব্যবহৃত হয় সেই সমস্ত জায়গায় বিকল্প রূপে এই গ্রীন হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে। এছাড়া তিনি আরও বলেছেন যে, “আমি বলতে পারি সর্বোচ্চ দুই বছরের মধ্যে ইলেকট্রিক স্কুটার, গাড়ি, অটোরিকশার দাম পেট্রোল চালিত স্কুটার, গাড়ি, অটোরিকশার মতোই হবে। লিথিয়াম-আয়ন ব্যাটারির দাম কমছে। আমরা জিঙ্ক-আয়ন, অ্যালুমিনিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারির এই রসায়ন বিকাশ করছি। যদি পেট্রোল, আপনি ১০০ টাকা খরচ করেন, তাহলে বৈদ্যুতিক গাড়িতে আপনি ১০ টাকা খরচ করবেন।”

আরো পড়ুন- জিওম্যাগনেটিক স্টর্ম: আরো একবার সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, সতর্কবার্তা জারি বিজ্ঞানীদের

প্রসঙ্গত জাপানের টয়োটা কোম্পানি প্রথম এই গ্রীন হাইড্রোজেন চালিত গাড়ি তৈরি করেছেন যার নাম টয়োটা মীরাই। টয়োটা এই গাড়িটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কে দিয়েছেন একটি পাইলট প্রজেক্ট গাড়ি হিসেবে।

মন্তব্য করুন