সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সির ছবি, ধরা পরল জেমস ওয়েব টেলিস্কোপ-এর লেন্সে

সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সির ছবি: মানব নির্মিত এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James webb space telescope) অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। পৃথিবীবাসীদের দেখা এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সির ছবি তুলতে সক্ষম হয়েছে এই টেলিস্কোপ।

কিছুদিন আগেই মহাকাশে পাঠানো হয়েছিল এখনো পর্যন্ত তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপকে, যে টেলিস্কোপের নাম আমরা সকলেই জানি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। কিছুদিন আগেই এই টেলিস্কোপ এমন এক অপ্রত্যাশিত ছবি আমাদের উপহার দিয়েছে যা আমরা কখনো ভাবতেও পারিনি। সম্প্রতি এই টেলিস্কোপ দ্বারা গৃহীত একটি ছবি নাসা প্রকাশ করেছে ইন্টারনেটে। বিজ্ঞানীরা কখনো ভাবতে পারেননি তারা এমন কিছু হাতে পেতে চলেছেন।

সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সির ছবি

পৃথিবী থেকে ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সি রয়েছে যে গ্যালাক্সিটির নাম GLASS -z13। যে গ্যালাক্সির ছবিটি সম্প্রতি প্রকাশ করেছেন নাসা। তবে এখানে প্রশ্ন উঠতে পারে যে এই গ্যালাক্সির ছবি কিভাবে পৃথিবীর মানুষের দেখা সবচেয়ে প্রাচীনতম ছবি হতে পারে। প্রকৃতপক্ষে জেমস ওয়েব টেলিস্কোপটি ওই গ্যালাক্সির যে ছবিটি তুলেছে সেই ছবিতে দেখতে পাওয়া গ্যালাক্সির আলো বিগ ব্যাং-এর ৩০০ মিলিয়ন বছর পরে গ্যালাক্সি থেকে নির্গত হয়েছিল, আর সেই সময়টা ছিল মহাশূন্যের সূচনা কাল।

বহুদূর অবস্থিত কোন নক্ষত্র থেকে নির্গত আলো মহাশূন্য দিয়ে আমাদের কাছে পৌঁছাতে অনেকটা সময় লাগে। অর্থাৎ আমরা যখন সেই আলোটি দেখতে পাচ্ছি সেই আলো অনেক পূর্বেই নক্ষত্র থেকে নির্গত হয়েছে। সম্পূর্ণ বিষয়টি আমরা ঠিক এভাবে আলোচনা করতে পারি, যেমন সূর্য থেকে আগত আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড, অর্থাৎ আমরা যে সূর্যের আলো দেখছি সেই আলোটি সূর্য থেকে ৮ মিনিট ১৯ সেকেন্ড পূর্বেই নির্গত হয়েছে, এক্ষেত্রেও ঠিক একইরকম।

এর পূর্বে ২০১৬ সালে প্রাচীনতম গ্যালাক্সির ছবি তুলে রেকর্ড করেছিল নাসার হাবল টেলিস্কোপ। ১০০ মিলিয়ন বছর পিছনে গিয়ে একটি ছবি তুলতে সক্ষম হয়েছিল যে গ্যালাক্সিটির নাম ছিল GN-Z11। তবে বর্তমানে সে রেকর্ড এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নামে নামাঙ্কিত।

আরো পড়ুন -Black hole: বিশালাকার ব্ল্যাক হোলের আবিস্কার করল বিজ্ঞানীরা, পৃথিবীকে গিলে নিতে পারে মুহূর্তেই

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন বিগ ব্যাং এর সময়কাল এবং তার পরবর্তী সময়কাল পর্যন্ত মহাকাশে কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে বোধগম্য ধারণা এখনো পর্যন্ত অধরাই ছিল। নাসার হাবল টেলিস্কোপ দ্বারা গৃহীত GN-Z11 এর উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা চালিয়ে এসেছেন এতদিন ধরে। তারা বর্তমানে জানাচ্ছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা গৃহীত প্রাচীনতম গ্যালাক্সির ছবি মহাকাশ সম্পর্কে অনেক নতুন তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে, তারা এও জানিয়েছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ GLASS -z11 নামের একটি অত্যন্ত উজ্জ্বল তরুণ গ্যালাক্সিও খুঁজে পেয়েছেন, অর্থাৎ বর্তমানে প্রাচীন ছায়াপথের ছবির সংখ্যা দাঁড়িয়েছে মোট তিনটি।

“সবচেয়ে প্রাচীনতম গ্যালাক্সির ছবি, ধরা পরল জেমস ওয়েব টেলিস্কোপ-এর লেন্সে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply