Poco M4 Pro: ভারতে শুরু হলো বিক্রি, জানুন দাম ও অন্যান্য

Poco M4 Pro: ভারতে শুরু হলো বিক্রি, জানুন দাম ও অন্যান্য

ভারতের বাজারে ৭ মার্চ অর্থাৎ আজকে থেকেই শুরু হলো Poco M4 Pro ফোনের বিক্রি। গত ২৮শে ফেব্রুয়ারি MWC 2022 এ গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হয়েছিল এই ফোনটি। চলুন জেনে নেওয়া যাক নতুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত।

Poco M4 Pro স্পেসিফিকেশনস:
পোকো এর নতুন এই ফোনটিতে থাকছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট-এর সাথে।
ডুয়েল ন্যানো সিম, ১ TB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে।
স্মার্টফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১১ এর MIUI-13 এর সাহায্যে। এটি একটি ৪জি ফোন। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G90 প্রসেসর লিকুইড কুল টেকনোলজি এর সাথে।
ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে দেওয়া হচ্ছে ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ভার্শন৫, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইট মাউন্টেড। এছাড়াও থাকছে ফেসিয়াল রেকোগ্নিশন ফিচার।
৫০০০ মেগাহার্জ ব্যাটারি সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফার্স্ট চার্জিং সাপোর্ট, type-c ইউএসবি পোর্ট দেয়া হবে ফোনটির সাথেই।

আরো পড়ুন-সবচেয়ে কিউট ইলেকট্রিক স্কুটার, একবার চার্জ দিলে চলবে ১০০ কিলোমিটার

Poco M4 Pro দাম ও বিভিন্ন অফার:
Poco M4 PRO-এ থাকছে অনেকগুলি ভেরিয়েন্ট Poco M4 Pro ৬জিবি এবং ৬৪জিবি স্টোরেজ ভারিয়েন্ট এর দাম হবে ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ ভারিয়েন্ট এর দাম ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা এবং সর্বোচ্চ কনফিগারেশন অর্থাৎ ৮জিবি এবং ২৫৬ জিবি ভারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। মোট তিনটি রঙে ভারতীয় বাজারে লঞ্চ করা হচ্ছে এই স্মার্টফোনটি যেগুলি হল কুল ব্লু, পোকো ইয়োলো এবং পাওয়ার ব্ল্যাক। ৭ই মার্চ দুপুর ১২.০০ এর পর থেকে ফ্লিপকার্ট এর মাধ্যমে কেনা যাবে এই স্মার্টফোনটি, এইচডিএফসি ব্যাংকের কার্ডের সাথে পাওয়া যাবে অতিরিক্ত ১০০০ টাকা ছাড়।

Previous articleপৃথিবীর সবচেয়ে কাছের HR 6819 ব্ল্যাক হোলের অস্তিত্বই নেই, প্রমান দিলেন বিজ্ঞানীরা
Next articleও টি টি প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় দেবের টনিক, টুইট করে জানালেন দেব
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply