ও টি টি প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় দেবের টনিক, টুইট করে জানালেন দেব

ও টি টি প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় দেবের টনিক, টুইট করে জানালেন দেব

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেবের নতুন সিনেমা টনিক। আর এই নতুন সিনেমার সাফল্যে বেশ খুশি অভিনেতা দেব। টনিক সিনেমায় দেবের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলার জনপ্রিয় অভিনেতা পরান বন্ধোপাধ্যায়। দেব এবং পরান বন্ধোপাধ্যায়ের রসায়ন সিনেমার স্বাদ আরও বাড়িয়ে তুলেছে। টনিক সিনেমার গল্পে রয়েছে আলাদা প্রজন্মের মধ্যে মনোভাব মেলবন্ধন সখ পূরণ ইত্যাদি, এছাড়া কমেডি ও ট্রাজেডি তে ভরপুর। সব বয়সের দর্শকের কাছে তাই বেশ মনকাড়া এই সিনেমাটি। আর সিনেমার ছবি এবং সিনেমাটোগ্রাফি ও যথেষ্ট ভালো হয়েছে এমনি মত দর্শকের।

আরও পড়ুন – পুষ্পা সিনেমার লুক নকল করলেন রবীন্দ্র জাদেজা, দেখুন সেই ছবি

টনিক মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকবার অভিনেতা দেবকে দেখা গেছে সিনেমাটির প্রমোশন করতে। এবার সিনেমা হলে টনিক এর সাফল্য টিম টনিক কে বেশ আনন্দিত করেছে। প্রায় প্রত্যেক দিন হল গুলো ছিল হাউসফুল এমনটাই জানা যাচ্ছে। সিনেমা হল ছাড়াও ছবিটি মুক্তি পেয়েছে জি ফাইভ ও টি টি প্লাটফর্মে। সম্প্রতি অভিনেতা দেব টুইট করে জানিয়েছেন যে। তাদের নতুন সিনেমা টনিক বর্তমানে ও টি টি প্লাটফর্মে ভারতের সবচেয়ে বেশি দেখা সিনেমা। অন্যান্য হিন্দি সিনেমাকে পিছনে ফেলে টনিক এখন ও টি টি তে সর্বোচ্চ স্থানে রয়েছে। এটা নিঃসন্দহে টলিউড পরিবারের কাছে বেশ আনন্দের।

Previous articlePoco M4 Pro: ভারতে শুরু হলো বিক্রি, জানুন দাম ও অন্যান্য
Next articleচাঁদের বুকে রকেট-এর ধ্বংসাবশেষ এর খোঁজ মেলেনি এখনো, চিন্তিত বিজ্ঞানীমহল

Leave a Reply