বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিল- টুইটারে খোঁচা মাইকেল ভনের

Eng Vs Ind 1st Test: ইংল্যান্ডে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ সমাপ্ত হয়েছে অমীমাংসিতভাবে। পঞ্চম দিনে ভারতের রান প্রয়োজন ছিল ১৫৭, কিন্তু শেষ দিনে বৃষ্টির কারণে একটিও বল মাঠে গড়ায়নি। ফলে ম্যাচ ড্র বলে ঘোষণা করা হয়। ম্যাচের সেরা নির্বাচিত করা হয় ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে। কিন্তু এরই মাঝে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন টুইটারে একটি বক্তব্যের মাধ্যমে ভারতকে খোঁচা দিলেন।

মাইকেল ভন প্রায়শই টুইটারে বিভিন্ন কমেন্ট এর মাধ্যমে সংবাদ শিরোনামে থাকেন। এইদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুইটারে মাইকেল ভন লিখেছেন, “মনে হচ্ছে বৃষ্টি এখানে ভারতীয়দের বাঁচাতে পারে”। অর্থাৎ এই প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মনে করছেন পঞ্চম দিনে ১৫৭ ভারত চেস করতে পারত না। ইংল্যান্ড বোলারদের দাপটে ভারত অলআউট হয়ে যেত, প্রসঙ্গত শেষ দিনে ভারতের হাতে ৯ উইকেট ছিল। এটা স্বাভাবিক যে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ড ব্যাকফুটে থেকেই ম্যাচ শুরু করতো।

মাইকেল ভনের টুইট

Twitter source- Michael Vaughan

আরো পড়ুন- জসপ্রীত বুমরার ছয়- মুগ্ধ করেছে শচীন টেন্ডুলকারকে। ভিডিও

কিন্তু মাইকেল ভন অন্যরকম চিন্তাভাবনা করেছেন, তার মতে ভারত ১৫৭ রানের মধ্যেই অলআউট হয়ে যেত। ফলে বৃষ্টি চলে আসায় ভারত হারের মুখ থেকে বেঁচে গেল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড, এরপর তাঁরা প্রথম ইনিংসে ১৮৩ রান করে। জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমে ২৭৮ রান করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রান করে এবং ভারতীয় দল চতুর্থ দিন শেষে ৫২/১ রান করে। কিন্তু পঞ্চম দিনে একটিও বল খেলা হয়নি বৃষ্টির কারণে। স্বাভাবিকভাবে পঞ্চম দিনে ম্যাচের রাস ভারতের হাতে থাকতো বলে মনে করছে ক্রিকেট মহল।

“বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিল- টুইটারে খোঁচা মাইকেল ভনের”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন