‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১০,০০০ টিকিট বুক করবে রণবীর কাপুর, কেন? দেখুন বিস্তারিত

মুম্বাই (আদিপুরুষ): বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা আদিপুরুষ যেটি মুক্তি পেতে চলেছে জুন মাসের ১৬ তারিখে। আর এই সিনেমার জন্যই বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর ১০ হাজার টিকিট বুক করবে বলে জানানো হয়েছে। কিন্তু এত টিকিট কাদের জন্য বুক করবে রাণবীর কাপুর, কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে।

প্রবাস, কৃতি সানন, সাইফ আলী খান অভিনীত আদিপুরুষ সিনেমাটি ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় বাজেটের ফিল্ম তৈরি হতে যাচ্ছে, উইকিপিডিয়া তথ্য অনুসারে এই সিনেমাটি তৈরি করার জন্য ৫০০ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। ইতিমধ্যে সিনেমাটি তৈরি হয়ে গিয়েছে এবং যা এ মাসের ১৬ তারিখে সিনেমা হলে মুক্তি পাবে। হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে এই সিনেমাটি তৈরি করা হয়েছে, এখন দেখার বিষয় এটাই যে সিনেমা হলে দর্শকরা সিনেমাটিকে কিরকম পছন্দ করছেন।

আদিপুরুষ সিনেমার জন্য ১০,০০০ টিকিট বুক করবে রণবীর কাপুর, কেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর সম্প্রতি ঘোষণা করেছেন যে আদিপুরুষ সিনেমার জন্য তিনি ১০,০০০ সিনেমা হলের টিকিট বুক করবেন। এই বিষয়ে সবার মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী জানানো হয়েছে যে সমাজের অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত বাচ্চাদের জন্য এই সমস্ত টিকিট বুক করা হবে সিনেমা লঞ্চের পরে তারা এই টিকিটের বিতরণ শুরু করবে।

পূর্বে টলিউডের প্রোডিউসার ডিস্ট্রিবিউটর অভিষেক আগারওয়াল জানিয়েছিলেন যে তারা ১০,০০০ আদিপুরুষ সিনেমার টিকিট বুক করবে যেগুলি তারা সরকারি বিদ্যালয়গুলিতে ও তেলেঙ্গানার বিভিন্ন গরিব পরিবারে বিতরণ করবে। সিনেমাটি ইতিমধ্যে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে এবং সিনেমা হলে মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাটিকে হিন্দি সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বললে গণ্য করা হচ্ছে সঠিক বাজেট না জানা গেলেও ৫০০ কোটি টাকা এর বেশি খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আদিপুরুষ সিনেমার বিবরণ

  • পরিচালক- ওম রাউট
  • অভিনয়ে- প্রভাস, কৃতি সানন, সাইফ আলী খান, সানি সিং
  • লঞ্চ তারিখ- ১৬ জুন ২০২৩
  • বাজেট- ৫০০ কোটি+

মন্তব্য করুন