নতুন পোশাকে ট্রোলের শিকার রণবীর, দেখে নিন সেই ভাইরাল ছবি

নতুন পোশাকে ট্রোলের শিকার রণবীর, দেখে নিন সেই ভাইরাল ছবি

বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন রণবীর সিং। পদ্মাবত, বাজিরাও মাস্তানি এবং রামলীলা এই সকল সিনেমা গুলিতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রণবীর। সম্প্রতি তার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। তার নতুন সিনেমা টি হল 83, এই সিনেমায় তাকে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এই নতুন সিনেমাটির জন্য সম্প্রতি রণবীর দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তবে বলিউডের এই জনপ্রিয় অভিনেতা তার অদ্ভুত ফ্যাশনের জন্য বেশ চর্চায় থাকেন।

আরও পড়ুন – ইউভানের নতুন লুকের ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

মাঝেসাজেই অদ্ভুত এবং আলাদা ধরনের পোশাকে দেখা যায় রণবীর সিং কে। এবারও সম্প্রতি তিনি সেরকমই একটি সাজে ধরা দিয়েছেন দর্শকদের সামনে। ধূসর ও গোলাপী রঙের মধ্যে নকশা করা জামা এবং একই রকম হাফপ্যান্ট পরে দাড়িয়ে আছেন তিনি, গলায় রয়েছে একটি চেন । তার ফ্যাশন অনেকেই পছন্দ করেন। আবার কেউ কেউ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে থাকেন। তবে এবারও তেমনি ট্রোল এর মুখে পড়েছেন রণবীর তার এই ছবি শেয়ার করে। তবে তিনি হালকা মেজাজের মানুষ। তাই সম্ভবত তিনি এসবের কোনো রিপ্লাই দেননি।

Previous articleইউভানের নতুন লুকের ভিডিও শেয়ার করলেন শুভশ্রী
Next articleহোলি উপলক্ষে ভিভোর এই ফোনগুলোয় থাকছে দারুন অফার, পাওয়া যাবে ৩৫০০ টাকা পর্যন্ত ছাড়

Leave a Reply