ইউভানের নতুন লুকের ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

ইউভানের নতুন লুকের ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর বিবাহের পর ২০২০ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছোট্ট ইউভান। আদর করে রাজ-শুভশ্রী তাদের সন্তানের নাম রাখেন ইউভান। আর তার জীবনের ছোটখাট দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা ও তার বেড়ে ওঠার মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখা গেছে খুঁজে ইউভানকে। তার ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন রাজ-শুভশ্রী। আর এখন সোশ্যাল মিডিয়ায় ইউভান তাদের থেকেও বেশি জনপ্রিয়।

আরও পড়ুন – Radhe Shyam Box Office collection: বাহুবলী কে টক্কর দেবে প্রভাসের নতুন সিনেমা

এবার ঠিক তেমনি শুভশ্রী তার ছোট ইউভানের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ন্যাড়া মাথায় হাত বোলাচ্ছে ইউভান। তাকে একেবারে ন্যাড়া মাথা করে দেওয়া হয়েছে। তার এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ‘all gone’ , অর্থাৎ সব চুল উধাও হয়ে যাওয়ার কথা বলতে চেয়েছেন তিনি। আর ছোট্ট ইউভান তার চুল খুঁজছে। ছোট্ট ইউভানের মিষ্টি এবং সারল্য ভরা ভিডিওটি বেশ মন কেরেছে সকলের।

Previous articleOnePlus Nord 2T: ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, দেখুন ফাস্ট লুক ও অন্যান্য
Next articleনতুন পোশাকে ট্রোলের শিকার রণবীর, দেখে নিন সেই ভাইরাল ছবি

Leave a Reply